আমাদের কথা খুঁজে নিন

   

শুভ জন্মদিন সামী ভাই : ব্লগার সামী মিয়াদাদ

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

অনেক রকমের ভাবনা অহর্নিশি খেলা করে মনে। ভাবনাগুলো নিয়েই বয়ে চলছি জীবন। দিন শেষে ছোট্ট বাসায় ফিরে আসি। সেখানে এসেও নতুন করে ভাবনা শুরু। বাড়িওয়ালা বলে দিয়েছে বাসা ভাড়া বেশি দিতে হবে....বুয়া তার বিল বাড়ানোর কথা বলছে ....বাজারে দ্রব্যমুল্যের দাম হাতের নাগালের বাইরে...কখনো আবার দেশ নিয়েই ভাবতে বসি।

মধ্যরাত হলে চারপাশ নিশ্চুপ হয়ে উঠি। কোন রাতে পঞ্চমীর চাঁদ ডুবে গেলে আমি একাকি ভাবতে বসি। মনের ভিতরটা কেমন যেন হু হু করে উঠে। খুলে বসি ভিন্ন এক উইন্ডো। আমি সারারত জাগি....জেগে জেগে কথা বলি নিস্তব্ধ সময়ের সাথে।

মনের অনুভুতিগুলো কিবোর্ড গলে গলে পড়ে আর্ন্তজালিক খাতায়...... রাতটা আমার নির্ঘুমই কাটে। কোন নির্ঘুম রাতে হঠাৎ করেই মনে পড়ে যায় ব্লগার সামী মিয়াদাদের লেখা “যে রাতটি আমার নির্ঘুম কাটে ” লেখাটার কথা। আমি আবার ভাবতে বসি নির্ঘুম রাতটিতে..... এমন এক রাতেই মনে পড়ে যারা লেখার কথা নিয়ে আমি ভাবি সেই মানুষটা, সেই ব্লগারটার জন্মদিন চলে এসেছে। হ্যাঁ, ব্লগার সামী মিয়াদাদ, প্রিয় সামী ভাইয়ের জন্মদিন আজ। শুভ জন্মদিন সামী মিয়াদাদ, প্রিয় সামী ভাই।

(অফটপিক : সামী ভাই অর্ধেক কোরবানী হয়ে আছেন। খুব শিগগিরই ফুল কোরবানী হবেন। আশা করছি কোরবানী মোবারকে আমরা ব্লগাররা দাওয়াত পাবো। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।