বিমূর্ত এই রাত্রি আমার...
খানিকটা সময় কাটিয়ে নিলাম একা চাদের সাথে”।
অনেক দিন পর আজ আবার শিলাজিৎ-এর এই গানের মতই কিছুটা সময় কাটলো।
সময়টা অতীতের। মফস্বলের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছি। বুকের আগুন তুঙ্গে তখন।
প্রতিষ্ঠানটিতে ঢুকেই বুঝেছিলাম, অনেক আপোস-রফায়, পড়ালেখার জায়গাটাতে চালিয়ে নিলেও মননের স্বাভাবিক বিকাশের জায়গাটি দম বন্ধের। কাউকে পরোয়া করে বড় হয়ে উঠতে শিখিনি, অতএব এখানেও তাই। তারপর অবাক বিস্ময়ে দেখলাম, পাল্টাচ্ছে, স্টুডেন্টরা পড়ালেখার পাশাপাশি তাদের সুকুমার বৃত্তির প্রকাশে সাহসী হচ্ছে। আমাদের কেন্দ্রীয় লাইব্রেরির পাশের আড্ডাটাই ছিল এই প্রগতিশীলতার কেন্দ্রবিন্দু। ঝড়-ঝাপটা, চোখ রাঙানি, থোড়ায় কেয়ার করে বিশ্ববিদ্যালয়, সত্যিকার অর্থেই বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছিল।
অবশ্য বর্তমান অবস্থাটি জানি না। কেমন চলছে?
আজ এতদিন পর, খোদ রাজধানীর বুকে যখন দেখি, ‘‘সংস্কৃতি চর্চ্চার মুক্ত পরিবেশ চাই”- ব্যানার টাঙিয়ে শিল্পী আর জনতা প্রাণের সংস্কৃতি বাচানোর প্রয়াসে শামিল, খুব লজ্জা পেলাম।
তবে কি পালিয়েই বাচবো আমরা?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।