আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।
সাম্প্রতিক পোষ্ট - Search Engine Optimization – এ হাতেখড়ি (পর্ব ১)
প্রথম পর্ব - অনলাইনে টাকা কামানো সর্ম্পকিত ব্লগ
প্রথম পর্বে চেষ্টা করেছিলাম ইন্টারনেটে উর্পাজনের পদ্ধতিগুলো নিয়ে কিছু বেসিক প্রশ্নের উত্তর দিতে। আশা করি কিছুটা সফলও হয়েছি।
প্রশ্নগুলোর ধরনগুলো থেকে কয়েকটা প্রশ্ন বারবারই ফিরে এসেছে। প্রথমটি হল : কিভাবে ওয়েবসাইটে গুগলের এ্যাড বসাবো এবং দ্বিতীয়টি হল : কি করলে ওয়েবসাইটে ভিজিটরের সংখ্যা বাড়বে।
প্রশ্নগুলোর উত্তর দেবার আগে আমার নিজের কিছু অভিজ্ঞতার কথা বলে নেই। বাংলাদেশে কম্পিউটারের জোয়ার এসেছে ১৯৯৯ - ২০০০ সালের দিকে। এবং বাংলাদেশ কম্পিউটারের জগতে এগিয়েও গেছে - কিন্তু আমার মনে হয় একটা দিক থেকে বাংলাদেশ এখনও অনেকখানি পিছিয়ে আছে - অনলাইন মার্কেটিং।
প্রত্যেকটি প্রতিষ্ঠানেরই এখন ওয়েবসাইট আছে কিন্তু আমি খেয়াল করে দেখেছি ওয়েবসাইটগুলো সার্চ ইঞ্জিনের জন্য উপযুক্ত নয় এবং কোম্পানী কিংবা ওয়েব ডেভেলপারদের সেদিকে মাথা ব্যথাও নেই। এখনও আমাদের ধারনা ওয়েবসাইট বানানোই একটা কৃতিত্ব - কিন্তু সেই ওয়েবসাইটকে কি করে সার্চইঞ্জিন সহায়ক করা যায়, সেদিকটা আড়ালেই থেকে যায়।
উদাহরন স্বরুপ বলতে পারে – বাংলাদেশে এখনও SEO Manager এর কোনো পোষ্ট নাই কিংবা চাহিদা নাই। তার bdjobs.com এ আধা ঘন্টা খোঁজ করেও কোন রেজাল্ট পাই নাই। অন্যদিকে UK তে একেকজন SEO Manager এর বেতন র্বাষরিক ৩৫,০০০ থেকে ৭০,০০০ পাউন্ড যা কিনা বাংলাদেশি টাকায় ৪২ লক্ষ থেকে ৮৪ লক্ষ টাকা আর একেক জন SEO Manager কোম্পানীগুলোকে মাসে লক্ষ পাউন্ড থেকে মিলিয়ন পাউন্ডের ব্যবসার সুযোগ করে দেয়।
আমি লন্ডনে একটা প্রতিষ্ঠানে ওয়েব ডেভেলপার এবং SEO কনসালটেন্ট হিসেবে কাজ করছি। আমি এতদিন পার্ট টাইম কাজ করতাম – তাই বেতন বেশি ছিল না, বার্ষরিক ২০,০০০ পাউন্ড।
তবে গতমাসে পড়াশুনা শেষ করার পর Work Permit এর জন্য আবেদন করেছি। একটা কথা বলার লোভ সামলাতে পারছি না, আমি MSc তে Distinction পেয়েছি। আশা করি এরপর কমপক্ষে ২৫,০০০ থেকে ৩৫,০০০ পাউন্ডের কাজের জন্য আবেদন করতে পার্ব এবং দিনে দিনে অংকে পরিমান বাড়বে। আমার কাজ শুধু ওয়েবসাইট বানানোই নয়, বরং তাকে কি করে গুগল, ইয়াহু! কিংবা এমএসএন -এর প্রথম পাতায় রাখা যায় - তা নিয়ে কাজ করা। ওয়েবসাইট বানানোর কাজ যদি ৩০% হয় তাহলে SEO কাজ করি বাকি ৭০%।
বর্তমান ইন্টারনেট বিশ্বে দুটো র্টাম বার বার চলে আছে, SEO আর SEM। SEO হল Search Engine Optimization এবং SEM হল Search Engine Marketing। SEO, SEM এর একটা অংশ বলতে পারেন।
আমাদের অনেকেরই ধারনা ওয়েবসাইট বানালেই বুঝি দলে দলে লোক ভিড় করবে আর ওয়েবসাইটের এ্যাডগুলোতে ক্লিক করবে। যদি এটা আপনারও ধারনা হয়, তাহলে আপনি ১০০% ভুল ধারনা করেছেন।
ইন্টারনেটে ওয়েবসাইটের সংখ্যা এতবেশি যে ওয়েবসাইট বানানোর চেয়ে ইন্টারনেটে টিকে থাকাই বড় কথা।
ধরুন কেউ অনলাইনে বাংলাদেশ বনাম দক্ষিন আফ্রিকার ক্রিকেট ম্যাচ দেখতে চায়, সে গুগলে সার্চ করল live bangladesh south africa cricket match এবং রেজাল্ট হিসেবে গুগল তাকে ১,২০০,০০০ পেজ দেখাল। এখন প্রশ্ন হল সেই ভিজিটর কোন ওয়েবসাইটে যাবে – যে ওয়েবসাইট প্রথম পাতায় আছে সেগুলোতে নাকি ১,২০০,০০ তম ওয়েবসাইটে। বুঝতেই পারছেন প্রতিযোগিতা এখানে কত প্রবল! এখানে আমার কৃতিত্ব কি জানেন? প্রথম পাতাতেই দশটি লিঙ্কের মধ্যে তিনটি লিঙক আমার ওয়েবসাইটের দিকে আপনাকে নিয়ে যাবে। এমনও হয়েছে যে প্রথম পাতায় আমার পাঁচটি লিঙকও ছিল।
তাহলে অনুমান করতে পারেন কিভাবে নিজের ওয়েবসাইটে ভিজিটরদের নিয়ে আসতে হয়। আর এজন্য কিছু পদ্ধতি অনুসরন করতে হয়, সেগুলোকেই Search Engine Optimization (SEO) বলে।
গত জুন মাসে কেবল আমেরিকাতেই গুগলে অনুসন্ধান হয়েছে প্রায় ৭.১ বিলিয়ন – তাহলে পুরো বিশ্বের কথা চিন্তা করেন। মানুষ এখন সার্চ ইঞ্জিনগুলোর উপর নির্ভরশীল হয়ে পড়েছে – তাই যত তাড়াতাড়ি আমরা সার্চইঞ্জিনগুলোর উপর নজর দেব, ততই আমাদের মঙ্গল।
আমার সাথে যোগাযোগের জন্য আমাকে ইমেইল করতে পারেন কিংবা কথা বলতে পারেন গুগল টক ব্যবহার করে
আগামী পর্ব আসবে আগামিকাল ... ততক্ষন যেখানে থাকুন, ভাল থাকুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।