আসসালামু আলাইকুম । আশা করি ভাল আছেন । আমার Sony Ericsson aino / U10i মডেলের একটি জাভা প্লাটফরমের ফোন আছে । ফোনটির মায়া ছাড়তে পারিনা । তাই এখনও Android এর পাশাপাশি আমি জাভা ব্যবহার করি ।
কিন্তু নেট ব্যবহারের জন্য সবসময় Android ব্যবহার করি । কখনও যদি jar ফাইল / জাভা অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হয় Android ফোন থেকে ডাউনলোড করি । কিন্তু কিভাবে ?
১। খুব সহজ । ব্রাউজার ওপেন করুন ।
আপনি যে jar ফাইল / জাভা অ্যাপ ডাউনলোড করতে চান তার Download option এ গিয়ে প্রেস করে হোল্ড করুন । Open in new tab এ ক্লিক করুন । তাহলে new tab ওপেন হবে । new tab এর অ্যাড্রেস বার থেকে পুরো অ্যাড্রেস কপি করুন ।
২।
এবার এখানে যান ।
৩। Archive converter অপশনে যান ।
৪। Convert to ZIP সিলেক্ট করুন ।
৫। Or enter URL of the file you want to convert to ZIP অপশনের নিচের ঘরে ঐ কপি করা অ্যাড্রেস ( ১ নং ) পেস্ট করুন ।
৬। Convert file এ ক্লিক করুন ।
৭।
ডাউনলোড অপশন দিবে ,ডাউনলোড করুন ।
৮। জিপ ফাইল extract করে jar file পাবেন ।
সবাই ভাল থাকবেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।