ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........
৭ নভেম্বর। নানা মতা দর্শের মানুষের কাছে এর মর্ম নানা রকম।
কিন্তু সকল কিছু বাদ দিলেও আমি যেখানে এসে থমকে দাড়াই...এক জন পঙ্গু মুক্তি যুদ্ধা,সেক্টর কমান্ডার কে ফাসিতে ঝুলানোর জন্য এক ভাবে বলা চলে রশি পাক শুরু হয়!!!
এই দেশে নিজামী দের ফাসি না হলেও কর্নেল তাহেরের মত সেক্টর কমান্ডার কে ফাসি ঝুলতে হয়েছে।
এই দিনেই ৭৫ এর ষড়যন্ত্র নাটকের গুরুত্ত্ব পুর্ণ অংক মঞ্চস্থ হয়।
সে সকল আজ বাদ।
আমি জানি না সাধারন কোন আদালত কোন পঙ্গু মানুষ কে ফাসিতে ঝুলানোর নির্দেশ দিত কিনা। আমার নৈতিকতা বলে এটা অমানবিক।
************************************************
কর্নেল তাহেরঃআবু তাহের (নভেম্বর ১৪, ১৯৩৮ - জুলাই ২১, ১৯৭৬) একজন বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সামরিক বাহিনীর কর্নেল, এবং বামপন্থী বিপ্লবের নেতা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ছিলেন ১১ নং সেক্টরের সেক্টর কমান্ডার। পাকিস্তান সেনাবাহিনীর অফিসার হিসাবে তাহের কমান্ডো প্রশিক্ষণ লাভ করেন ও পরে সেনাবাহিনীর প্রশিক্ষক হিসাবে কাজ করেন।
মুক্তিযুদ্ধের সময় তাহের সম্মুখ সমরে আহত হন, ও এক পা হারান। মুক্তিযুদ্ধের পরে তাহের প্রথমে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল পদে দায়িত্ব পালন করেন, কিন্তু মতবিরোধের জন্য পদত্যাগ করেন। তিনি বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলেন। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর তাঁর নেতৃত্বে বিপ্লব সংঘটিত হয়, যা খালেদ মোশাররফ এর সরকারের পতন ঘটায়, এবং জেনারেল জিয়াউর রহমানকে কারামুক্ত করে। পরবর্তীতে জিয়াউর রহমানের সরকারের আনীত এক হত্যা মামলায় ১৯৭৬ সালের ২১শে জুলাই তাহেরকে ফাঁসী দেয়া হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।