আমাদের কথা খুঁজে নিন

   

~°~ জনি ব্রাভো সমাচার ~°~

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
সকালে ঘুম ভাংলো পোলাপানের চিল্লাপাল্লাতে ....... উহহু ...... আমার পোলাপান না, আমার মামার আন্ডা-বাচ্চা ..... উপরের ফ্লাটে সবাই ঘুমিয়ে আছে বলে টিভি দেখতে পারবে না বলে সকাল সকাল আমার দরজায় হামলা করেছে ২ কাজিন - ভাইয়া স্কুলে যেতে তো এখনো দেরি আছে একটু জনি ব্রাভো দেখি ? ........ কি আর করা, বললাম আসো দেখো ....... ড্রইংরুম ওদের দখলে যেতে মাত্র কয়েক সেকেন্ড লাগলো , একজন টিভি চালিয়ে টিউন করে স্হানীয় কার্টুন নেটওয়ার্ক বের করে ফেললো, আরেকজন কিচেন থেকে বাদাম আর চিপস এনে বলে এগুলো কি ভাইয়া ? ....... বুঝলাম ওগুলোতে যখন হাত লেগেছে তখন শেষ না করে ছাড়বে না, ...... বললাম -- দু জনে মিলে খাও, চিল্লা-পাল্লা করলে কিন্তু টিভি ও বন্ধ হবে, ওগুলোও হাতছাড়া হয়ে যাবে। ...... এর পরের ঘটনা মনে হয়না আর আপনাদের কে বর্ননার দরকার হবে সকালে আমার একটা প্যাকেট আসার কথা ছিল পোষ্টে, জরুরী কিছু পেপার ছিল ওতে, জনি ব্রাভোর শব্দের যন্ত্রনায় বেডরুমের দরজা বন্ধ করে দিয়েছিলাম বলে কখন যে পোষ্ট(ও)ম্যান এসে বেল দিয়ে চলে গেছে খবরই নাই আমার । পরে কাজিন গুলো স্কুলে যাওয়ার সময় পোষ্টবক্স চেক করতে গিয়ে দেখি টিকেট ফেলে গিয়েছে .... এখন প্রায় ৪৫ - ৫০ কি.মি. ড্রাইভ করে জিনিসটা আনতে হবে কি আর করা, এটা ছাড়া কাজ করাও মুষ্কিল, তাই ধুমধাম রেডি হয়ে চললাম ওখানে ..... ঘর থেকে বের হতেই দেখি পাশের বাড়ীর ছোট্ট মেয়েটা বলে আংকেল জনি ব্রাভো আমার সাইকেলের চেইনটা পড়ে গেছে একটু তুলে দেন না প্লিজ ..... মনে মনে চরম বেজার হলেও হাসি মুখে সাইকেলের চেন লাগিয়ে দিয়ে বললাম জেসিকা আমার নাম কি জনি ব্রাভো নাকি ? ও বলে, তুমি আমার একজন ফেভারেট আংকেল আর জনি ব্রাভো আমার ফেভারেট কার্টুন ..... তাই আজকে থেকে তুমি আমার জনি ব্রাভো আংকেল ..... ...... গাড়ি ছুটিয়ে পোষ্ট অফিসে গিয়ে শুনি আজকে বিকালের আগে প্যাকেট টি পাওয়া যাবে না, কারন দুপুর ৩টার পরে পোষ্ট(ও)ম্যান যে প্যাকেটগুলো ডেলিভারি হয়নি সেগুলো ফেরত দিবে .... মুখ দিয়ে মনের অযান্তেই বের হয়ে গেল --- শালা জনি ব্রাভো ...... কাউন্টারের লোকটি করে উঠে বলে আমার নাম কিভাবে জানলা ? ..... আমি বললাম -- কি ? ...... উনি বললেন - আমার নাম " জন " কিন্তু শুধুমাত্র খুব কাছের ফ্রেন্ডরা আমাকে জনি বলে ডাকে .... আমি এ কথা শুনে নাকি বুঝতে পারছিলাম না ....... বাসায় আবার ফেরত আসলাম, ঐ পেপার গুলো না পেলে আজকে কাজে গিয়েও লাভ নাই, তাই বলে দিলাম আজকে আসবো না...... টিভি চালিয়ে দিতেই কোন একটি বাংলা চ্যানেলের (নাম মনে নাই এ মূহুর্তে) খবরে শুনলাম নির্বাচন কমিশন নাকি জামায়াত কে জাতীয় নির্বাচনের নিবন্ধন দিয়েছে ..... খবরটা শুনে মনের অজান্তেই মুখ থেকে বের হয়ে গেল .......আই এ্যাম শিওর, শালা জনি ব্রাভোর কাজ ঐটা .......
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।