আমাদের কথা খুঁজে নিন

   

বন সম্পদ ধ্বংসে বন বিভাগের সহযোহিতা।

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

বন সম্পদ ধ্বংসে বন বিভাগের সহযোহিতা। বাংলাদেশে আদিবাসী নৃ-তাত্ত্বিক জনগোষ্টি যৎ সামান্য। কিন্তু তাদের আবাসিক ও চাষাবাদের সুযোগ সুবিধা প্রতিনিয়ত ক্ষিন হয়ে আসছে। তাদেরকে তাদের প্রাপ্য ন্যয্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। দিনে দিনে সংকোচিত হয়ে আসছে তাদের পৃথিবী ।

সরকারের অবহেলায় উজার করছে বনসম্পদ। যে বন সম্পদ এই আদিবাসী নৃ-তাত্ত্বিক জনগোষ্টির প্রান। দেশের প্রয়োজনে যেখানে ২৫%বনভূমি থাকা জরুরী সেখানে আমাদের দেশে আছে মাত্র ৮% এর মতো। তারপরও প্রতিনিয়ত বনদস্যুরা বনবিভাগের সহায়তায় বনভূমি উজার করছে। সরকারের কোন সুষ্পষ্ট বননীতিমালা না থাকায় যত্রতত্র তার ভূল ব্যাখ্যা দিয়ে বনভূমি উজার হচ্ছে।

তারপর বনভূমিতে রোপন করা হচ্ছে অপ্রয়োজনীয় বিদেশী জাতের চারা যা আমাদের পরিবেশের সহায়ক নয়। ক্ষতিগ্রস্থ হচ্ছে জীববৈচিত্র। পরিবেশ আমাদের উপর নিচ্ছে তার চরম প্রতিশোধ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।