আমাদের কথা খুঁজে নিন

   

আপা দেহি ছবি কেমুন হইছে



অল্প কিছুদিন আগে আমি আর আমার ছোট ভাই কি যেনো কাজে বাইরে গিয়েছিলাম। এক জায়গায় সিএনজি থামতেই একটা ছোট্ট ছেলে কোথা থেকে এসে দাড়ালো আমাদের সিএনজির সামনে। আমার ভাইকে উদ্দেশ্য করে বললো "ভাই টেকা দেন। " আমার ভাই বললো ভাংতি নাই এখন ভাগ। আমাকে অবাক করে দিয়ে ছেলেটা আমার ভাইয়েরপা জরিয়ে ধরে বললো "টেকা দেন নয়তো পা ছাড়ুম না।

" আমিতো একদম অবাক। মনে হল একটা ছবি তোলা দরকার। মোবাইলটা হাতেই ছিল তাই দেরি না করে ১টা ছবি তুললাম। আমার ভাই ছেলেটাকে ১০ টাকার একটা নোট দেবার পর মুখে হাসি নিয়ে চলে গেলো। মজার ব্যপার হল আমি ছবি তোলার পর ছেলেটা আমাকে বললো "আপা দেহি ছবি কেমুন হইছে" আমি আমার মেবাইলটা তার সামনে ধরলাম, ছবি দেখে আমাকে বললো "ভালা হইছে।

"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।