আকাশের দিকে তাকালেই
মনে পড়ে তাকে।
নীল। নীল।
নীলাঞ্জনাকে।
"দু'চোখে ধূসর ছায়া ।
আকাশে উড়ন্ত পাখী।
পাতাগুলো ঝিরঝির।
বাতাস শুধু কাঁপে।
পৃথিবীটা বড্ড সুন্দর"...........বলেছিলো সে।
ওদের বসন্তদিনে
ফুলেরা ছিলো।
আগুন ঝরানো অনুভব ছিলো।
দু'চোখে টুপ্টাপ্ বৃষ্টি ছিলো।
মন চেয়েছিলো বলে
ওরা হয়েছিলো মনে মনে পরবাসী।
দেশ থেকে দেশ
কত মহাদেশ
শুধু ভাবনাতেই উড়ে উড়ে ভালোবাসাবাসি।
ঘাসের উপর হুটোপুটি খেলায়
চলে যেতো কত ধূপছায়া ক্ষন।
নীল। নীল। নীলাঞ্জনা ........
ডাকটা শুনবার জন্য কত লুকোচুরি দিন।
কত নামে ডাকাডাকি।
কত নতুন গানের সুর।
সব কিছু কত দুরের হলো
ভেসে গেলো সব সুরাসুর।
অবেলার ডাকে চলে যাওয়া নীল
দু'চোখে নদী হয়ে যায়।
হাতের মুঠোয় একটা উষ্ণ অপেক্ষার চাবি
নিয়ে ঘুরে বেড়ায় সে।
কোন মেঘে তার বাড়ি.......
কোন নীল ছায়া মেঘ?
খুঁজে পেলে
ছায়া দেখে একদিন সে ও ......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।