আমাদের কথা খুঁজে নিন

   

এক লাইনে কেটে যায় রাত

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

এভাবেও রাত নির্র্ঘুমতার বাহু জড়িয়ে ধরে নির্জল কান্নার সাথে নিবীর প্রেম বন্ধন আর সখ্যতার উৎকর্ষতার বৃদ্ধি ঘটিয়ে নিদারুন কান্তির ভবিষ্যত রচনায় উদগ্রীব হয়ে তীব্র কোন আকাঙ্খায় আমার প্রতি তার অনুকম্পার নিশ্চুপ নিরবতার গোপন লালিত স্বপ্নের ছোঁয়া জাগানো মিষ্টি চাঁদের আলো লুকানো শীতল কুয়াশার জন্ম বারতায় ঝিঁঝিঁ পোকার নিক্কন সুর লোহরিতে মুগ্ধতার মিথ্যে প্রয়াসে কখনও নাবালক শিশুর মত হাস্যক্রন্দনে ভোলানোর ছলে এ মনে আমার উভয় মেরুর রূপ রস ঢেলে বুকের বাম পাশে নোনা ব্যাথায় শান্তির প্রলেপ মেখে দেয়ার বাসানায় চাদরের মত আকঁড়ে রাখতে গিয়ে আমার মাঝে কখন যেন সে রাত নিজেই হারিয়ে যেতে থাকে যার ফলে এই বেদনায় বিতত আমি হয়ে যাই এক পুরো রাতের হত্যাকারী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।