আমি বাংলায় গান গাই...আমি বাংলার গান গাই...আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই...
Honours final exam ১৮ ফেব্রুয়ারী ২০০৮ শেষ হয়েছে কিন্তু এখোনো রেজাল্ট হয় নাই। এমনকি masters class ও শুরু হয় নাই। মানে হল, ৮ মাস ধরে সবাই ঘাস কাটছি, no পড়াশুনা।
এদিকে পরের ব্যাচের মানে 4th year দের final exam শুরু হবে ৫ নভেম্বর। 3rd year দের final ও শেষ। ওরা এখন নিজেদের new 4th year বলে। যারা exam দিবে ৫ তারিখ থেকে ওরা এখন হয়ে গেছে old 4th year। আর আমরা, যাদের masters class ও শুরু হ্য় নাই, আবার আমরা এখন আর old 4th year ও না তারা নিজেদের কি বলবো? (খবর নাই) 4th year?
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্চের অক্সফোর্ড। এখানকার শিক্ষকদের ছাত্রছাত্রীদের প্রতি এমন অবহেলা কখনই কাম্য নয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।