আমাদের কথা খুঁজে নিন

   

ইহা কি ক্লাস ক্যাপ্টিন নির্বাচন নাকি জাতীয় সংসদ নির্বাচন ?

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

গতকাল জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হইয়েছে । জাতির জীবনে এ এক অভূতর্পূব বিস্ময় !! তবে কি পূর্ব আকাশে রক্তিম আলোকরশ্মি র্সূযাদয়ের আগামবার্তা নিয়ে আসিয়াছে । আহা কি আনন্দ আকাশে বাতাসে...... এই ক্লিবলিঙ্গের সরকার তবে কি অবশেষে নির্বাচন করিয়াই ছাড়িবে ??? কিন্তু আমার এই আমোদ বেশিক্ষণ স্থায়ী হলো না , কেননা আকাশে বাতাসে কোন আনন্দের ছটা নেই ?? সব যেমন চলিতেছির তেমনি চলিতেছে ।

আমার বাড়ির সামনে প্রতিদিন এমন সময় ১৩০৬ টি রিকশা জটলা পাকিয়ে থাকে সাথে ৩০৯টি ব্যক্তিগত গাড়ি আর খান কয়েক পিক আপ... কোন পরিবর্তন নাই । প্রতিদিন ১২:৩৫ যা থাকে এখন তাই । তবে আনন্দের মতন কোন ঘটনা ঘটে নাই ?? চোখ কচলাইয়া আবারো পত্রিকার সম্মুক্ষপানে চাই , বড় বড় অক্ষরে লেখা নির্বাচনের তফসিল ঘোষণা । তার পাশে ছোট ছোট অক্ষরে লেখা মনোনয়পত্র জমা দেবার শেষ তারিখ ১৩ নভেম্বর ২০০৮ । এইবার আমি আবার বাস্তবে ফিরিয়া আসি ।

আজ ৩ নভেম্বর । বাকি আছে আর ৯ দিন ?? ইহা কি জাতীয় নির্বাচন ?? তবে ইহা কি জাতীয় (রকম) নির্বাচন ? ইহা কি নির্বাচিত করিবে ?? কাহার নির্বাচন করিবে ?? অনেকদিন আগের কথা মনে পড়ে যায । সেই দুরন্ত কৈশোরের দিনগুলির কথা । যখন স্কুলে পড়তাম । আমাদের স্কুলেও এমন নির্বাচন হইত ।

তবে তাহার নাম সংসদ নির্বাচন নয়, তাহার নাম ছিল ক্লাস ক্যাপ্টিন নির্বাচন । সেই নির্বাচন আসলে ক্লাস শিক্ষক করিতেন । তিনি আগের দিন তিনজন লম্বা-তাগড়া-জুয়ান দেখিয়া ক্যাপ্টিন বাছিতেন, এবং হুংকার দিয়া ঘোষণা করিতেন আগামিকাল তোমদের ক্লাস ক্যাপ্টিন নির্বাচন । তোমরা এই তিনজন এর মধ্যে কে ১,২ এবং ৩ নং ক্যাপ্টিন হবে তাহা নির্ধারণ করিবে । সেই বিষয়ে ক্লাসের শিক্ষার্থীদের যেন কোন দ্বিধায় পড়িতে না হয় সেই জন তিনি ক্রম অনুসারে বলিতেন ১ নং ইউনুস, ২ নং কামাল এবং ৩ নং মজ্জাফর নির্বাচন করিবে ।

শিক্ষার্থীরা আপন মনে বুঝিয়া লইত এবং পরেরদিন আনুষ্ঠানিকভাবে গোপন ব্যালটে নাম লেখিয়ে নির্বাচন হইত । প্রত্যেক ভোটার একটি সাদা কাগজে ১,২ এবং ৩ এভাবে ক্রম অনুসারে নাম লিখিত । ফলাফল ঘোষনার সময় দেখা যাইত ২-১টি বাদে সবাই এই তিনজন ক্যাপ্টিনকে একই ক্রমে নির্বাচিত করিয়াছে । তবে দু-একটি ভোট এদিক সেদিকে হথো । যাহারা ক্লাসের দুর্বল ছাত্র, স্মরণশক্তি খারাপ তাহার হয়তো ক্রমটি উল্টাপাল্টা করিয়া ফেলিত কিংবা নাম লিখিতে গিয়া ভুল করিত ।

নচেত ফলাফল একবোরে সমানই হইত । আমরা ক্যাপ্টিন নির্বাচনের শেষে তিনজন ক্যাপ্টিন মনোনয়নের টাকা দিয়া সবাই মিলিয়া মিষ্টি মুখ করিয়া আমোদ করিতাম । বলা বাহুল্য যে এই তিনজন ক্যাপ্টিন আদতে ক্লাস শিক্ষকের খাতাটানা, বেতটানা এবং ব্লাকবোর্ড মুছা ছাড়া আর কোন প্রকার কর্ম ছিল না । ক্লাসের মাতবরীপনা আমরা নির্ধারণ করিতাম এবং সেক্ষেত্রে সৎ যোগ্য প্রার্থীরাই (ক্লাসের ১ম,২য়রা) মাতবরি করত । সেখানে এই সকল নির্বাচিত ক্যপ্টিনরা কোন ভূমিকা রাখিত না ।

এই নির্বাচন দেখিয়া আমার কেন জানি বার বার আমার স্কুলের সেই ক্যাপ্টিন নির্বাচনের কথাই মনে পড়িয়া যাইতেছে । এই নির্বাচন কাহাকে নির্বাচিত করিবে ? কিছু ক্যাপ্টিন, আইয়ুবশাহী আমলের ক্যাপ্টিন ?? নাকি নির্বাচিত সরকারের জন্য সাংসদ ?? আমি বুঝেতে পারি না । কেননা এই নির্বাচনের পরিবেশের থেকে আমাদের ক্লাস ক্যাপ্টিন নির্বাচনে আরো বেশি আমোদ হইত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।