আমাদের কথা খুঁজে নিন

   

আজকের বই: Jurgen Wolff রচিত Your Writing Coach.

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ

লেখালেখি শেখা যায়- না কি এটি এক জন্মগত গুণ- সেই তর্ক দীর্ঘদিন ধরে চলছে। এখন তো বিশ্বাস এই রকম যে -কয়েকজন লেখক জন্মগত গুণের অধিকারী হলেও অধিকাংশের জন্য নিরন্তর চর্চা আবশ্যক। সত্য এই নিজের জীবনের গল্পটা সবাই লিখতে চায়।

লিখতে বসলে সবই এলোমেলো হয়ে যায়। কোনটা লিখব, কোনটা লিখব না। এইসব ভেবে ভেবে দিশেহারা। তখন মনে হয় লেখালেখি দুই হক-এর জন্য,আমার জন্য না। হক মানে: সৈয়দ শামসুল হক আর আনিসুল হক।

হ্যাঁ। লেখালেখি তাদেরই জন্য, আমার জন্য না। আপনার মনের অবস্থা কতকটা এরকম হলে -আপনার জন্য একটা সুখবর আছে। যারা বলেন মনে ভাব আছে লিখে জানাতে পারি না -Jurgen Wolff এর লেখা Your Writing Coachবইটি তাদের অন্তত শান্ত্বনা দিতে পারবে। Jurgen Wolff এর Your Writing Coach টা লেখালেখি সংক্রান্ত বিশ্বের সেরা বইগুলোর অন্যতম।

ভাগ্যগুণে পেয়ে গেছি। আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেউ কেউ বলে যে -ইমন জুবায়ের, আপনার লেখার স্টাইল কিন্তু ভারি চমৎকার। এই কৃতিত্বটা আংশিক হলেও Wolff এর; কেননা আমি বছর দুয়েক ধরে Your Writing Coach টা মুখস্ত করেছি। যারা ফিকশন লিখতে চান-তাদেরও ওই একই পরামর্শ দিচ্ছি।

তবে একটা কথা। এই বইটা পড়লাম আর রাতারাতি বিখ্যাত লেখক হয়ে গেলাম-ব্যাপারটা কিন্তু তেমন না। আমার কথা হল, যারা লেখালেখি নিয়ে হতাশায় ভুগছেন এই বইটি অন্তত তাদের চর্চার পথটি দেখাতে পারবে। এই আমার বিশ্বাস। Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।