রিজওয়ানুল ইসলাম রুদ্র
কলেজে স্যারদের সাথে একটা ভুল বুঝাবুঝি হবার পর (অনেক মানসিক অপমানিত হবার পর) থেকে তীব্র মানসিক যন্ত্রণায় কিছু কবিতার ফোয়ারা রক্তের স্রোতের সাথে ছুটছে হৃৎপিন্ডে... কিছু আপনাদের জন্য সমর্পিত হলো ( যাতে কষ্টটা অনুধাবন করতে পারেন!)
শেষকৃত্য উৎসব
কেউ তো ছিলো না আমার শেষকৃত্য উৎসবে;
কেউ বোঝেনি আমার প্রেম গভীর সন্তাপে
ঘাসের 'পর জমে আছে পুরোনো সব কথা...
ও এসব জানে না, তাই চলে গ্যাছে...
ও এসব দ্যাখেনি, তাই অ-নে-ক কষ্ট পেয়ে ভুলে গ্যাছে...
ধর্ষণ
প্রতিদিন এই সব দেখি আর শহরের সবচে'
দুঃখী মেয়েটার চোখের অশ্রু পান করি!
আমার পাশেই বেশ্যালয়, আমার পাশেই ধ্বংসস্তূপ
আমার পাশেই ধর্ষণাগার----
দেখেও না-দেখার ভান করে চলি ...
'ওদের' হীনতায় নিজের সত্তাকেই ধর্ষণ করি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।