আমাদের কথা খুঁজে নিন

   

বরফ শীতল দু'টো হাত

..

কিছুই আর সরল থাকেনা এক অমোঘ দ্বান্দ্বিকতাকে কেবলি ভারাক্রান্ত করা পতনের অবিনাশী পরাক্রম ক্ষরণে ক্ষরণে ঝাঁঝরা করেছে লাভাস্রোত রিক্ত-গর্ভ এক অবয়ব শুধু ওই দৃপ্ত-পাহাড়। রূপকথা নেই সবুজ বাড়ীটি নেই নেই পঙ্খীরাজ সোনার পালঙ্ক স্পর্শ মাত্র খসে যাবে এতটাই টলমল হয়ে আছে কেবলি ভাং-চুর ভাঙ্গনের শব্দ ছাড়া আর কোন শব্দ বেঁচে নেই; সবই কি তবে নির্মাণের বিপরীতে জানু পেতে আছে? তীব্র দাহে গলেনা বরফ এতটাই শৈত্য-প্রবাহ ছুঁয়ে আছে বরফ শীতল দু'টো হাত; একটি কৃষ্ণ-গোলাপ ধরে আছে তবু নেবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।