সুশীলের ভেকধারী এক মহা ভন্ড!
আজকে অমি ভাইয়ের জন্মদিন।
ব্লগে যখন আসি তখন থেকেই দেখি উনি খুব অ্যাকটিভ জামাতি ছাগু দমনে। ওনার অনেক পোস্ট পড়ছি যেগুলোর ইনফো আগে কখনো কোথাও পাই নাই। মুক্তিযুদ্ধ সময়ে লেখালেখির জন্য ওনাকে ধন্যবাদ দেয়ার দরকার মনে করি না! এইরকম লেখাই কাম্য ওনার কাছ থেকে। একজন সাংবাদিক হয়েও নিজের অরিজিনাল নামেই উনি ছাগু দমন করে গেছেন সব সময়ে।
গালি গালাজও দিছেন প্রচুর। নিজের নামে থেকে এইভাবে ছাগু দমন করার সাহস খুব বেশি মানুষ দেখান নাই। কাছাকাছি সময়ে আরেক কিছিমের ছাগু দমনেও ওনারে সাথে পেয়েছি; সেজন্য অনেক ধন্যবাদ দেই আমি ব্যক্তিগতভাবে ওনাকে। ওনার সাথে মিলে আরেকটা অসম্পূর্ণ কাজ শেষ করার কথা আমার বেশ কয়েক মাস ধরে, সময়ের অভাব আর আলসেমি করে করা হলো না।
ওনার জন্মযুদ্ধ গ্রুপ্টাও কিছুটা থমকে গেছে।
নতুন তেমন কোনো লেখা আর আসতেছে না।
আমি ভাবতাম উনি শুধু একাত্তর নিয়েই লিখেন বুঝি! পরে একটা ফিকশন পরে ওনার এই টাইপের লেখার ভক্ত হয়ে গেছি। একটা লেখার লিঙ্ক দিলাম। ফিকশন : উৎসর্গ রাসেল (........)
হোন্ডা অ্যাক্সিডেন্ট করে অসুস্থ্য ছিলেন। এখন সুস্থ্য আছেন মোটামোটি।
রাজকন্যা আর ভাবী সহ ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ওনার বিয়েটাও মনে হয় ব্লগে লাইভ টেলিকাস্ট হয়েছিলো টাইপ। এইটা ঠিক সিউর না, ভুলে গেছি। পুরানরা বলতে পারবেন।
শুভ জন্মদিন অমি ভাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।