আমাদের কথা খুঁজে নিন

   

আজকের সন্ধ্যাটা- ছবি ব্লগ



অনেকদিন পরে ব্লগের আঙ্গিনায়। ব্লগের হালচাল কেমন (!)......ভয়ে থাকি। আজ সন্ধ্যায় গিয়েছিলাম ইছাপুর। আসলে গেলাম বিকালে, জ্যামের কল্যাণে পৌঁছুলাম সূর্য্য চলে যাবার ঠিক আগে। এতো অসম্ভব সুন্দর সন্ধ্যা জীবনে খুব কম দেখেছি বলে মনে হতে লাগল।

পট করে ক্যামেরাটা বের করে ফেললাম। কেউ আবার ভাব্বেন না ফটোক তুইল্যা বিখ্যাত হওয়ার নিয়ত করছিলাম। নিছকই স্মৃতি করে রাখার নিয়তে কয়েকটা ছবি তুললাম। "আকাশের রঙ গুলো পানিতে পড়ে যেন পানিতেই লীন। আমারো পরাণো যাহা চায় তাহা আজো কি মলিন!" আকাশের রঙ আর পানিতে তার প্রতিফলন- ব্যাপারটা খুব ব্যাকুল করে তুলছে বার বার।

দেখুনতো......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।