চিত্রা সিং এর নিখুঁত কন্ঠের সাথে যারা পরিচিত- তারা সবাই এ গানটি শুনেছেন। আমার খুব প্রিয় এই শিল্পীর গানটির কথা তুলে দেয়ার আগে কিছু কথা বলে নিলাম তার সম্পর্কে। বাঙালী পরিবারের চিত্রা দত্ত বিয়ের পর এই নামেই বেশী পরিচিতি পায়। জগজিৎ-চিত্রা ছিল গজলের অপ্রতিদ্বন্দ্বী জুটি। ১৯৯০ এ একমাত্র ছেলের এক দূর্ঘটনায় দুঃখজনক মৃত্যুর পর, চিত্রা গান গাওয়া বন্ধ করে দেন- প্রকারান্তে বাকহারা হয়ে পরে৯(২০০৭ এর সাক্ষাতকার)।
অবশেষে ১৪ বছর পর আবার রেয়াজ শুরু করেন, কিন্তু এখনো ঠিক জনসমক্ষে গাইতে আসার মতো নয়। কিন্তু তবুও আশা করা যায়- সামনে নতুন কিছু গান পাওয়া যাবে এই ক্ষণজন্মা শিল্পীর কাছ থেকে।
মনে করো- যদি সব ছেড়ে হায়;
চলে যেতে হয় , কখনো আমায়;
মনে রবে কি? রজণী ঘোরে,
নয়নও দুটি ঘুমে জড়াতে-
নিশীরাতে- কে গান শুনাতো।
মনে করো-
তোমারি পথে ফুল ঝরায়ে,
কাঁটাগুলি কে দিতো সরায়ে?
হৃদয়ে ভরা, মাধুরী নিয়ে
সাথে থেকে, কে আশা জাগাতো?
তোমারি নামে- দিনেরও শেষে,
দীপ জ্বালাতো- কে ভালোবেসে?
ছিল জীবনে, হাসি হয়ে কে?
ব্যাথা হয়ে- কে ব্যাথা রাঙাতো?।
মনে করো- যদি সব ছেড়ে হায়;
চলে যেতে হয় , কখনো আমায়;
মনে রবে কি? রজণী ঘোরে,
নয়নও দুটি ঘুমে জড়াতে-
নিশীরাতে- কে গান শুনাতো।
e-snips
এমপি থ্রি ডাউনলোড
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।