আমাদের কথা খুঁজে নিন

   

যাও পাখি বলো তারে

বাংলা ব্লগ

সোনারও পালঙ্কের ঘরে লিখে রেখে ছিলেম দ্বারে যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে সুখে থেক, ভালো থেক মনে রেখ এ আমারে ।। বুকের ভেতর নোনা ব্যাথা চোখে আমার ঝরে কথা এপার ওপার তোলপার একা মেঘের ওপর আকাশ ওড়ে নদীর ওপার পাখির বাসা মনে বন্ধু বড়ো আশা ।। যাও পাখি যারে উড়ে তারে কয়ো আমার হয়ে চোখ জ্বলে যায় দেখব তারে মন চলে যায় অদূর দূরে যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে সুখে থেক, ভালো থেক মনে রেখ এ আমারে । http://www.youtube.com/watch?v=a3hVGAIrlD0

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।