"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার
একটা টিয়া পাখি ড্যাব ড্যাব করে চেয়ে আছে মাঝে মাঝে সে একটু এদিক ওদিক তাকাচ্ছে। একসময় সানগ্লাস পড়লো.....হেডফোন কানে দিল...হাই তুলল
একটা বাচ্চা বয়স ৩/৪ হবে ব্যাংকে এসেই একটা বাস্কেটে সব সিল গুলো থাকে ওইটা নিয়ে কাড়াকাড়ি লাগাবে। এই বাচ্চাটার সিলপ্রীতির থেকে আমি অবাক না অবাক হই হই যে সে চুলের অর্ধেকটা কালার করে থাকে। আরেক পিচ্চি সেদিন এসে তার পরিচয় দিয়ে বলল, তার ২ ছেলে মেয়ে একজন গনেশ আরেকজন বেহুলা। এদের আবার ২জনেরই ২ মেয়ে।
তার মা তাকে ডাকতে আসলো সে বলল, তার কথা শেষ হয় নি। ৫ মিনিট হাত দিয়ে দেখিয়ে বলল তারপর সে যাবে। গনেশের মেয়ের নাম শুক্লা আর বেহুলার মেয়ের নাম শাপলা। আজকাল পোলাপাইন দেখে বেশ অবাক হই এরা কত স্মার্ট স্মার্ট থেকে একটা কথা মনে পড়লো আমাদের ম্যানেজার যে অল্পতেই হাইপার তিনি সেদিন অফিসের এক ভাইয়া একটা ভুল করাতে চিল্লাতে লাগলেন, কি সব আনস্মার্ট ছ্যালেপেলেদের চাকরি দিছে!! এ্যারা অফিসার হিসেবে ঢুকলো কেমনে!! আই ডোন্ট আনডার্স্ট্যান্ড!!
এই ম্যানেজার যদি নিচে খাবার রুমে যাবার দরজাটা একটু খোলা দেখে সাথে সাথে এসে টানাটানি আর প্যানপ্যান শুরু ..আচ্ছা এই দরজা লাগাইতে আপনাদের সমস্যাটা কোথায়!! আই ডোন্ট আনডার্স্ট্যান্ড!!
কেউ পান খেলেও ম্যানেজার স্যার ডাজন্ট আনডার্স্ট্যান্ড!!
তার সব কিছুতেই সমস্যা!! আমারও মনে হয় এই সমস্যাটা শুরু হয়েছে। যখন কোন কাজ থাকে না তখনও বলি ভাল লাগে না, কাজ থাকলেও বলি ভাল লাগে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।