ফোঁটায় ফোঁটায় জহর আমি জমা করে রাখি তোর নাম করে বুড়ি জপি নতুন রুবাই ।
অথচ তেমন কোন প্রয়োজন দেখিনা তোমাকে ফ্রেমে আটকানোর
যেখানে চোখ বন্ধ করলই চোখের তারায় তুমি হাজরি
সেখানে সেলুলয়েডের ফিতার কী কাজ?
এই যে এখন বিমূর্ত তুমি কথা বলছো, গাইছো, হাসছো
হাওয়া আসছে, ঝড় বইছে, সাটপাট খুলে যাচ্ছে জানালা দুয়ার।
আর তোমার সে হাসির শব্দ টেপ করার জন্য
কোন প্লাস্টিক রিবরে জিঙ্কের প্রলপে লাগাই না।
আমি তো চেয়ারে গা এলিয়ে দিলেই স্পষ্ট শুনতে পাই
লক্ষ কোটি ঝর্ণার কলকল ধ্বণি
আর কী হড়বড় বলে যাও অমর কবিতাখানি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।