আমাদের কথা খুঁজে নিন

   

বনী ইসরাঈলের ধ্বংস কাহিনী -১

"A little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God." Francis Bacon.

হযরত ইলিয়াস (আঃ) ছিলেন হযরত হারুণ (আঃ) এর বংশধর । আল-কুরআনে ইলিয়াস ও ইন্জিল কিতাবে ইলইয়া নামে তাকে বর্ণনা করা হয়েছে । উনার পিতার নাম ইয়াসিন এবং দাদা ছিলেন ফাহযায । ফাহযায এর পিতা ছিলেন ইয়াযার , যিনি হযরত হারূণ (আঃ) এর পুত্র । অন্য বর্ণনায় হারূণ (আঃ) এর পুত্র ইমাম গারগার এর পুত্র মাহসাস এর নাতি হযরত ইলিয়াস (আঃ) ।

বর্তমান জর্ডান তখন ফিলিস্তিনের অর্ন্তভুক্ত ছিলো । ফিলিস্তিন ছিলো সিরিয়ার ভিতরে । ফিলিস্তিনের হেবরনকে বলা হতো কেনান । ইলিয়াস (আঃ) এর জন্ম জর্ডানের জালআদ নামক স্হানে । তখন সেখানকার শাসকের নাম ছিলো আখিয়াব ।

ইন্জিলে এ নাম ব্যবহৃত হলেও আরবী গ্রন্হ ও তাফসীরে এই শাসকের নাম আজব বা আখর । তার স্ত্রীর নাম ছিলো ইযাবেলা । এই নারী বা-আল নামে এক দেবতার পূজা করত । রাজা এই দেবতার নামে একটি শহরের নাম করণ করে এবং সবাইকে এই 'হু-বা-আল' দেবতার উপাসনা করতে বলে । কাবা ঘরে 'হুবল' নামে যে মূর্তি ছিলো সেটা এই দেবতার নামেই করা হয় ।

এটি চার মুখ বিশিষ্ট পুরুষ মুর্তি ছিলো । স্বর্ণ দ্বারা তৈরী । চারশ লোক এর খেদমত করত । ইলিয়াস (আঃ) এর সময় সিরিয়া ও ইয়েমেনে এর পুজা করা হতো । হযরত ইলিয়াস (আঃ) ধর্ম প্রচার করতে গিয়ে তাদের বল্লেন, "যখন তিনি তার সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন,তোমরা কি আল্লাহকে ভয় করনা ? তোমরা কি বা-আল এর উপাসনা করছো ? আর সর্বশ্রেস্ঠ স্রষ্টাকে ছেড়ে বসেছো ? আল্লাহ তোমাদেরও রব এবং তোমাদের পিতৃপুরুষেরও রব ।

" (সূরা সোয়াফফাত আয়াত-১২৪-১২৬) । উনি তাওহীদের বাণী প্রচার করেও কোন ফল পাননি । সবাই তাকে শত্রু মনে করে এবং হত্যার ষড়যন্ত্র করে । তিনি জানতে পেরে গোপনে নিরাপদ আশ্রয়ে চলে যান । তিনি সেই এলাকার জন্য দুর্ভিক্ষ্য এবং খরার জন্য দোয়া করেন , আল্লাহ পাক উনার দোয়া কবুল করেন ।

দুর্ভিক্ষের করাল গ্রাসে নিপতিত লোকজন যখন দিশেহারা তখন আল্লাহপাকের নির্দেশে তিনি শাসক আখিয়াবের সাথে দেখা করে বলেন, আল্লাহপাকের উপর ঈমান আনো, মূর্তি পূজা বন্ধ কর, গজব, আযাব-দুর্ভিক্ষ আল্লাহ তুলে নিবেন । আল্লাহ পরম করুণাময় এবং অসীম দয়ালু । তারা উনার কথা বিশ্বাস করলোনা । তিনি তাদের বলেন , এসো পরীক্ষা হয়ে যাক । তোমরা তোমাদের দেবতার নামে কুরবাণী দাও , আমি আল্লাহর নামে কুরবাণী দেবো ।

কে সত্যবাদী , কোথায় শান্তি, কোন কুরবাণী কবুল হয় তা' আমরা প্রত্যক্ষ করব । আমি যদি সত্য হই, তবে তোমরা ওয়াদা কর ,তোমরা এক আল্লাহ ও তার রাসুলের প্রতি ঈমান আনবে । আমি দোয়া করব আল্লাহ সকল গজব তুলে রহমতে পরিনত করে দিবেন । তারা রাজী হলো ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।