আমাদের কথা খুঁজে নিন

   

ফেল করবো

আমার ব্যক্তিগত ব্লগ

আমার ভাগ্নেকে নতুন স্কুলে ভর্তি করানো হবে। পরীক্ষা নিয়ে বাড়ির লোকের চিন্তার শেষ নেই। বিশেষ করে বাচ্চার মায়ের। আমার বড় বোন বলেন, কিছুই ঠিক মতোন পারেনা, পারবেনা ভর্তি হতে। বাচ্চার নানা যত বারই ওকে জিগ্যেস করেন, কিরে পাশ করবি? ততবারই ভাগ্নে দৃড় চিত্বে বলে, নাহ ফেল করবো।

নানা বলেন, একবারও এর মুখ থেকে বের করতে পারলাম না যে পাশ করবো। এটা নিয়ে তামিমের কোন চিন্তাও নেই। ফেল করবো ঘোষনা দিয়ে সময় মতোন পরীক্ষা দিতে গেল। পরিক্ষায় কিছু প্রশ্নের উত্তর দিতে পেরে দেখলাম তার মত বদলেছে। নানাকে বলেছে পাশ করবো।

নানাও তেমন, সাথে সাথে সেটা বিশ্বাস করে পাশ করে পাশ করলে কি গিফট দিবেন সেটা নিয়ে চিন্তা শুরু করেছেন। আজ ১১টায় রেজান্ট দিবে। আমি আব্বাকে বললাম, আগে রেজাল্ট দেখেন তারপর ঠিক করেন কি গিফট দিবেন। বড় আপা বললেন, শুধু আজকের রেজাল্ট না, এরপর ভাইবা আছে। আগে ঠিক মতোন ভর্তির জন্য সিলেক্ট হোক, তারপর দেখা যাবে।

এসব নিয়ে তামিমের চিন্তা নেই। বলল, পরীক্ষা দিতে গিয়ে সকালে উঠতে হয়েছে, এই জন্য তার নাকি ঘুম ঠিক মতোন হয়নি, এখন যেন তাকে শান্তি মতোন ঘুমাতে দেয়া হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।