আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলো ব্লগের মডারেট সমীপেষু-

গভীর কিছু শেখার আছে ....

আজ ফেসবুকে জনাব মাহবুব মোর্শেদ আমাকেসহ প্রথম আলো ব্লগ গ্রুপের মেম্বারদের এই মেসেজটি পাঠিয়েছেন- প্রিয় বন্ধু, প্রথম আলো ব্লগের পরীক্ষামূলক সংস্করণ উদ্বোধনে আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের অনুপ্রেরণার মূল উৎস। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে অনেকেই ব্লগে নিবন্ধন করেছেন। আবার অনেকে এখনো যোগ দেয়ার ফুসরৎ পাননি। আপনাদের আবার মনে করিয়ে দিতে এই পোস্টের অবতারণা। এখনো যারা নিবন্ধন করেননি তারা ১১২১২১ এই আমন্ত্রণ সংকেত ব্যবহার করে নিবন্ধন করতে পারবেন।

নিবন্ধন বা ব্লগ লেখার ক্ষেত্রে যে কোনো সমস্যা হলে আমাদের মেইল করে জানাতে পারেন এই ঠিকানায় : । আগামী ৪ নভেম্বর প্রথম আলোর দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ সবার জন্য উন্মুক্ত হবে। আমরা আশা করবো, আপনার ব্লগে আপনি লিখবেন, ব্লগ পড়বেন। এবং বন্ধুদের পড়তে বলবেন। এভাবেই আমরা সবাই মিলে বাংলাভাষায় একটি অকপট কথার সংস্কৃতি গড়ে তুলতে পারবো।

আপনাদের সবাইকে শুভেচ্ছা। মাহবুব মোর্শেদ বিভাগীয় সম্পাদক, প্রথম আলো ব্লগ Dear Friend, We are enjoying your active participation on the opening of beta version of prothom-aloblog.com . Many of our friends registered on our blog and some did not yet. So, we again sending you the invitation code 112121. Use this and register. If there is any problem to register or to write blog please let us know through this email : . The blog will be open for all on 4 November 2008 on 10th anniversary of the Daily Prothom Alo. We expect you to write, read and participate on the blog. We also request you to invite your friends to do so. We wish that through this blog we all can make a sphere of free voice in Bangla. Best wishes for you. Mahbub Morshed Divisional Editor, prothom-aloblog.com http://prothom-aloblog.com/ তার প্রত্যুত্তরে বলছি- জনাব প্রথম আলো ব্লগের মডারেটর সাহেব, পোস্ট দিলে তা অল্প সময়ে ব্লগে প্রকাশ করার ব্যবস্থা নিন। এত দেরী করে পোস্ট ছাড়লে পোস্টের আমেজ কমে যায় তা একজন নিয়মিত ব্লগার হয়েইও কি আপনি বোঝেন না? না কি, প্রথম আলো ব্লগের মডারেটর হয়ে বেমালুম ব্লগার থেকে মালিক পক্ষের তাবেদার হয়ে গেছেন? ব্লগারদের পোস্ট মডারেশন করা বা ব্লগারদের ব্যান করার মতন কাজ থেকে বিরত থাকার মতন সহনশীল হোন, না হলে সব পানিযুক্ত পোস্টই ব্লগে পাবেন। আর সেগুলো পড়ার জন্য কেবল পোস্টদাতা ছাড়া আর কাউকেই ব্লগে পাবেন না! ধন্যবাদ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।