আমাদের কথা খুঁজে নিন

   

ডেথ মেটাল কোবতে নিষিদ্ধ করা হউক!

আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ডেথ মেটাল কোবতে পড়ে পটল ব্লগের বেশ কয়েকজন মডুরাম ইন্নালিল্লাহে..........। পুলিশ হন্যে হয়ে নাপিষ এবং জিগসকে খুঁজছে........... ইনারা বড় ভাল মডু ছিল। সিগারেট প্যাকেটের সতর্কিকরন : ডেথ মেটাল কোবতে মডুদের শরীরের জন্য ক্ষতিকর। ইহাদের নিষিদ্ধ করা হউক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।