মিছিলে বন্ধুর হাত ছেড়ে গেছে আগে,এখন একাকী পথ।
যাত্রা শুরুর সাথে সাথে নানামুখী চাপে আছে প্রথম আলো ব্লগ।বিশেষ করে নিক হাইজ্যাক,অন্যের ছবি ব্যবহার,কমেন্ট ডিলিট,পোস্ট ডিলিট,নিক এপ্রুভ না করা সহ মডারেশন সমস্যা আছে।মনে হচ্ছে- মডারেশনের সুযোগ পেয়ে বেশ জোসে আছে লোকজন।
আজ আমি একটা পোস্ট দিছিলাম দেশের মোবাইল কোম্পানী গুলোর বিলিং নিয়ে, এসএমএস এর বিল আর প্যাকেজ নিয়ে।সব কোম্পানীকে তুলাধুনা করেছিলাম।কি আশ্চর্য্য,মিনিটের মধ্যে পোস্ট গায়েব হয়ে গেলো।আবার দিলাম,আবার ডিলিটেড। মডারেটেড।
আপ্নারাও কী প্র-আলো-ব্লগের এমন কঠোর মডারেশনের শিকার হচ্ছেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।