আমাদের কথা খুঁজে নিন

   

১৪০ কোটি আঙ্গুলের বাধা শুধু অজুহাত

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

১৪কোটি মানুষের এই দেশ। ২৮ কোটি সংগ্রামী হাত, রয়েছে ১৪০কোটি আঙ্গুলের সমন্বয় আর অবিরত স্বপ্ন কিন্তু বাধা শুধু অজুহাত। কিন্তু পরিতাপের বিষয় ক্রমশঃ আমাদের ১৪০কোটি আঙ্গুল তুলে একে অপরের বিরুদ্ধে বিষোদগার করছি। যদি এই আঙ্গুল হতো মুষ্টিবদ্ধ প্রতিজ্ঞা আর উৎপাদনের শপথ তবে আমরা দুর্নিতিতে বারবার চ্যাম্পিয়ান হতাম না। সবই আমাদের আঙ্গুল(মন্দ কাজে) দেয়ার ফসল।

হায়রে আঙ্গুল ! যে পৃথিবীতে আমরাই এক মাত্র জাতী যার ৯৯.৫০%শতাংশ মানুষ এক দেশে বসবাস করি এক ভাষায় কথা বলি জাতী বর্ন ধর্ম প্রায় সব এক। তারপর,কোথায় যেনো একটি পার্থক্য বিদ্যমান তা বুঝতে পারিনা। যে দেশে ৯০শতাংশ মানুষ নিম্ন মধ্যবিত্ত শ্রেনীর। সুবিধা ভোগী,সুবিধা বঞ্চিত মানুষের হার অন্যান্য দেশের তুলনায় অনেক কম। কিন্তু একটি কাজ আমরা করতে পারিনা।

পরিবর্তন আনতে পারিনা। প্রতিনিয়ত নিজের অস্তিত্য বিলীন করে দিয়ে,পার্শ্ববর্তী দেশের অপসংস্কৃতি গিলছি। তার একটি মাত্র কারন ভালো কাজে অতি মাত্রায় উৎসাহী হয়ে একে অপরকে আঙ্গুল দেয়া। আর যখন তখন এই অপকর্ম কে ঢাকতে সৃষ্টি করি বিভিন্ন অজুহাতের। আসুন আর কোন অজুহাত নয়, আঙ্গুল দেয়া ব্ন্ধ করি।

পাচ আঙ্গুল কে মুষ্টিবদ্ধ করে শপথ নেই বাংলাদেশ হোক অপার সম্ভাবনার দেশ। রাজি থাকলে হ্যা বলুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।