"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran)
১.মেঘ কালো আঁধার কালো
কালো কন্যার চুল
ভাল ভাল সব ভাল কন্যার
প্রেমে পড়াই ভুল!!
২. অসময়ে উড়তে গিয়ে
পাখির বাড়ে পাখা
পড়ার সময় না পড়ে
এই পদ্য লেখা
মনে ভাসে তোমার ছবি
চিত্রলেখা !!
৩.আমি না কী চালচুলোহীন
বেনামী
প্রেয়সী আমার পেয়েছিল
মদ-নারীময় নামী
দারুণ একটা স্বামী!!
৫.কাঠফাটা রোদ আর
তোমার ঠোঁটকাটা কথা
একই বোধ হয়
ছাতাবিহীন এই দিনে তাই
দরকার জলের আশ্রয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।