সত্য পথের অনুসন্ধানি
রাত ২টা বাজে।ঘুম আসছে না তাই গান শুনতে চিলাম।গানের বাণীটা বাংলায় লিখলাম।ফাতেমা তুজ জোহোরার গান।
তুমি বেশ বদলে গেছো
পুরনো সৈকতে আর পানশি বেড়াও না
তুমি বেশ বদলে গেছো
পুরনো সৈকতে আর পানশি বেড়াও না
জানিনা কোন সাগরের, জানিনা কোন সাগরের ঝিনুক থেকে একটি বার ও পলক ফেরাও না
পুরনো সৈকতে আর পানশি বেড়াও না
বিকলের সোনা যেমন ঝিলের জলে প্রনয়ের রং চড়িয়ে ছন্দ তোলে বিকলের সোনা যেমন ঝিলের জলে প্রনয়ের রং চড়িয়ে ছন্দ তোলে
তেমনি চাওয়ার ছিলো তোমার কাছে।
সাগর তলের তেমন কোন পান্নন হিরা ও না
সাগর তলের তেমন কোন পান্নন হিরা ও না।
তুমি বেশ বদলে গেছো
পুরনো সৈকতে আর পানশি বেড়াও না
যে ঘাটে নোংগর ফেলে নিজের হাতে দু চোখে সপ্ন নিয়ে দিন কাটাতে
যে ঘাটে নোংগর ফেলে নিজের হাতে দু চোখে সপ্ন নিয়ে দিন কাটাতে
সে ঘাটের রং মহলায় খেয়ালি আজ, পুষ মানানু পাখির ডাকে একটো তাকাওনা
তুমি বেশ বদলে গেছো
পুরনো সৈকতে আর পানশি বেড়াও না
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।