আমাদের কথা খুঁজে নিন

   

দেশ প্রেমিক বাংলাদেশির চরিএ।।।।

শয়তান থেকে দূরে থাকুন ।

দেশ প্রেমিক কিন্তু সুযোগ পেলে দেশ ত্যাগ মানে বিদেশে চাকুরির ইচ্ছা। তাহলে দেশ স্বাথীন করলাম কেন। দেশ প্রেমিক কিন্তু সরকারির বাতার আশায় দিন যাপন কারন যুদ্ধ করেছে তার প্রতিধান তো নেবেই। কিন্তু ৫শ টাকায় খুশি নন।

টিবি তে এসে সরকারের ভুল থরবেই । তাহলে কি আবার যুদ্ধ করবেন। দেশ প্রেমিক কিন্তু যুদ্ধে পরে তাদের দেশ দেশ সেবার কোন কাজে দেখা যায় না। তবে নেতা হলে র্দুনীতিতে নাম্বার এগানোর জন্য অস্তির। দেশ প্রেমিক হায়রে দেশ প্রেমিক বললে রাজাকার।

। । । ০ আল্লাহ হাফেজ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।