www.runews.weebly.com
রাজশাহীর তানোর উপজেলা সদরের পাশেই গোল্লাপাড়া। এই গ্রামের প্রায় সকলেরই প্রধান জীবিকা কৃষি কাজ। তাই বিভিন্ন চ্যানেলে কৃষি ভিত্তিক অনুষ্ঠানগুলো বেশ জনপ্রিয় এখানকার মানুষের। নিজের বাড়িতে টেলিভিশন না থাকলেও বাজারের চায়ের দোকানে বেশ ভিড় করেই এসব অনুষ্ঠান দেখে এখানকার মানুষ। তবে এই নিভৃতপল্লীর একজন কৃষক রাস্তায় বেরুলেই টেলিভিশন দেখার মতই ভিড় জমে যায় তার চারপাশে।
মাঝ বয়সী সাদামাটা চেহারার এই মানুষটির নাম নুর মোহাম্মদ।
এলাকার লোকজন তার কাছে আসে নতুন বীজের সন্ধানে, চাষবাসের সমস্যার সমাধান খুঁজতে। না তিনি কৃষিবিদ নন। তবে তিনি নির্ভেজাল বীজের কারিগর। আর নিজের উদ্ভাবিত ধানের চাষ করে 2005 সালে সেরা কৃষকের জাতীয় পুরষ্কার পেয়েছেন নুর মোহম্মদ।
এখন কেবল শ্রেষ্ঠ কৃষকের স্বীকৃতি চান না তিনি। সারাদেশের দরিদ্রপীড়িত কৃষকদের মধ্যে নিজের উদ্ভাবিত এসব ধানের বিস্তৃতি চান তিনি।
তানোরে ধান চাষে ইতোমধ্যে বিপ্লব এনেছে গোল্লাপাড়া বাজারের কৃষক নুর মোহাম্মদের উদ্ভাবিত ধান তানোর-1 ও ত%
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।