আল বিদা
সারা সপ্তাহে আমার সকালে ঘুম ভাঙ্গে না। শুধু মাত্র শুক্রবারে খুব ভোরে ঘুম ভেঙে যায়। আর সাথে সাথে প্রতিবেশীর সাথে ঝগড়া শুরু। আমি নাকি তার ছুটির দিনে ঘাপলা করি।
গত শুক্রবারে তাই ঘুম থেকে উঠে লিভিংরুমে চলে আসলাম।
ধপাস করে পেপারওয়ালা তার পেপার গেটের ভিতর ছুড়ে মারল। কয়েক পাতার পেপারে এত শব্দ কেন হয় তা আমি এখনও বুঝি না। হয়ত খবরের ওজনে!
অনাগ্রহের সাথে পেপার খুললাম। রাজনীতির খবর এড়িয়ে খেলার খবরে চোখ বুলিয়েও দেখলাম বেশী সময় যায়নি। প্রযুক্তির জ্ঞান প্রাগৈতিহাসিক আমলে তাই তার পাতাও পড়ি না।
তবুও বাংলা ব্লগের উপর ফিচার আছে দেখে চোখ দিলাম। পড়তে পড়তে দেখি....................এম্মা আমাদের মিলটন!!! সে আবার জ্ঞানগর্ভ বানীও দিয়েছে। ছবিতেও খুজে বের করলাম। বেছে বেছে ভাল জায়গাতেই বসেছে। সাথে অবশ্য অনেক পরিচিত-অপরিচিত-স্বল্পপরিচিত ব্লগারদেরউ পেলাম।
আমাদের মিলটন ভাই তো এখন স্টার! গোলটেবিল বৈঠকে বানী দেন। পেপারে ছবিও উঠে! আইজই একখান অটোগ্রাফ লইতে অইব। সবাইকে বলতে পারব বাংলা ব্লগের প্রবাদ পুরুষ এবং গোলটেবিল বৈঠকের বিশেষজ্ঞ আলোচক 'মিলটন' আমার খুব পরিচিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।