আমাদের কথা খুঁজে নিন

   

আজ ঐতিহাসিক ২৮শে অক্টোবর, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক স্মরনীয় দিন।

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

আজ ঐতিহাসিক ২৮ শে অক্টোবর । বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক স্মরনীয় দিন ।বিএনপি-জামাত জোট সরকারের বিগত ৫ বছরের দুঃশাষনের অবসান ঘটে ২০০৬ সালের এই দিন । দু্র্নীতিতে নিমর্জিত বিগত বিন্পি জামাত জুট সরকারের আমলে বিরুধী দলের নেতা কর্মিদের হত্যা - নির্যাতন , সংখ্যালগু নির্যাতন, দ্রব্য মুল্যের উর্ধ গতি , সন্ত্রাস, বোমা - গ্রেনেড হামলা আর ইলেকশন ইন্জিনিয়ারিং করে আবার ক্ষমতার লোভে বিভোর বিএনপি-জামাত যে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল আরো অনেক আগে । দুই তৃতীয়াংশ আসন লাভকারী একটা সরকার কত দ্রুত জন বিচ্ছিন্ন হয়ে পড়েছিল তা অবাক বিস্ময়ে দেখল সারা বিশ্ব । আর তার বিস্ফোরন ঘটলো ২৮শে অক্টোবর ২০০৬। জনতা সময়মত ফুসে উঠলো । আর ক্ষমতাসীনদের দম্ভ ভেঙ্গে চুরমার করে দিয়ে জনতা বুঝালো আসলে ''জনগনই সকল ক্ষমতার উৎস'' । ঐদিন জনগনের দাবী আদায়ে রাজপথে আন্দোলনরত জনতার উপর সরকারের লেলিয়ে দেওয়া গুন্ডাদের হাতে শহীদদে রুহের মাগফেরাত আর আহতদের প্রতি সমবেদনা জানাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।