সত্যে কোন মোহ নেই,
তবু সত্য চির বিরাজমান।
মিথ্যা ভোগে বিশ্বাসী ;কিন্তু সত্য বিশ্বাসী ত্যাগে ।
আগাছার জন্য সেবা-যত্নের দরকার পরে না, কিন্তু একটা শ্বেত চন্দন গাছ হওয়ার জন্য ২০ বছরের সাধনার দরকার।
জাহান্নামের টিকেট কাটার জন্য খুব বেশিক্ষন লাইনে দাড়াবার দরকার পরে না, কিন্তু স্বর্গের ভিসা পাওয়ার জন্য একটু পরিশ্রম সংগত কারনেই দরকার।
এই নিয়মটা মর্ত্যের ধরণীর চেয়ে একটু ভিন্ন ।
যেখানে পাবলিক বেশি;সেখানে কোন কিছু পেতে পরিশ্রম বেশি ।
অথচ নরকে বেশি জন-সমাগম থাকলেও সেখানে যেতে কোন পরিশ্রম পোহাতে হয় না;বড়ই আনন্দের সংবাদ।
সকল খাধক ধনী;যৌবনাবতী নায়িকা,চতুর রাজনীতিবিদদের বাসস্থান হিসেবে সুপরিচিত নরকে আমাদের মত হীন, দরিদ্র আদম সন্তানদের কেন গমন করতে দেওয়া হবে না?
এ বিষয়ে আল্লাহ তায়ালার দৃষ্টি আকর্ষন করলে তিনি হয়তো বলবেন:
"প্রত্যেকে তাহার যোগ্যতা অনুসারে বাসস্থান পাইয়াছ;সুতরাং এ বিষয়ে তোমরা আর বাতচিত করিও না। "
একটায় কথা আছে বাংলাতে-
"নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস,
ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস;
নদীর ওপার দীর্ঘশ্বাস ছাড়ে;কহে
যাহা কিছু সুখ আছে,সকলই ওপারে । "
সুতরাং, সকল বিপদে-আপদে নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ঠ হওয়া উচিত ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।