আমাদের কথা খুঁজে নিন

   

টেলি-প্রযুক্তির এ আবার কেমন সমস্যা?



সম্প্রতি সেলফোনটা নিয়ে একদিন ঘাঁটাঘাঁটি করতে গিয়ে এক আজব সমস্যা আবিষ্কার করলাম।সমস্যাটা এখনও বোধকরি কিছুটা অপরিচিত। সমস্যাটা হলো যে,যদি আপনার সেলফোনে এমন কোনও মোবাইলনাম্বার থেকে কল আসে,যার শেষ সাতটি ডিজিট(ক্ষেত্রবিশেষে আটটি) আপনার সেলফোনে সেইভ করা কোনও নাম্বারের শেষ সাতটি ডিজিটের সাথে মিলে যায়,তবে আশ্চর্য হলেও সত্য যে,আপনার সেলফোন কলার হিসেবে ঐ সেইভকৃত নাম প্রদর্শন করবে। একটি ঊদাহরণ দিলেই বিষয়টা পরিষ্কার হবে,ধরুন আপনার সেলফোনে ০১৭১৯১৯৭৫৬২ নাম্বারটি নাদিম নামে সেইভ করা আছে,এখন যদি ০১৮১৯১৯৭৫৬২ অথবা ০১৯১৯১৯৭৫৬২নাম্বার থেকে আপনার ফোনে কল আসে,তবে আপনার সেলফোনে কলকারী হিসেবে নাদিম নামটিই প্রদর্শিত হবে।যদিও প্রকৃত নাম্বারটিই প্রদর্শিত হবে,কিন্তু আমরা কয়জনই বা সেইভকৃত নাম্বার থেকে কল কিংবা মিস্‌ড কল আসলে নাম বাদ দিয়ে নাম্বার লক্ষ্য করি,বলুন?যদি আপনি ঐ নাম্বারে কল করেন সেক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হবে। একবার চিন্তা করে দেখুন তো,যদি এমন কোনও নাম্বার থেকে কখনও কেউ ফোন করে কোনও ঝামেলা সৃষ্টি করে(যদিও এমন সম্ভাবনা খুব ক্ষীন),তবে আপনি কাকে দায়ী করতে পারেন?অথবা ডায়াল করতে গিয়ে হঠাৎ একটি ডিজিট ভুল তুলে ফেললে কলটা কোথায় চলে যেতে পারে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।