আমাদের কথা খুঁজে নিন

   

আমি কি তোর আমিই আছি?



আমি কি তোর আমিই আছি, নাকি অচেনা কেউ বুকে আমার বাঁধ ভেঙেছে অচিন নদীর ঢেউ। বলতে পারিস হয়নি দেখা হবেনা দেখা আর কতদিন আর কতদিন থাকবো চেয়ে বুকে আমার শিশির জমে যেদিন জমাট বরফ হবে? হয়তো আমি হারিয়ে যাবো দূরে কোথাও, অনেক দূরে তখন কি তোর পড়বে মনে একটি ছেলে দাড়িয়ে একা প্রজাপতি পাখনা মেলে যায় উড়ে যায় আপন মনে ঘাস ফড়িং এরও স্বপ্ন আছে স্বপ্ন দেখে, বাঁচতে শেখে স্বপ্নবিহীন একা আমি হারিয়ে গেছি হারিয়ে যাবো দূরে কোথাও,আরো দূরে!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।