সন্ধ্যা কি হয়ে গেছে? বুঝতে পারছি না। আজ অনেক বৃষ্টি, বাইরে এত বাতাস যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে। অনেকের ছাতা আজ উল্টে-পুল্টে গেছে। একটা গান খুব মনে পরছে "সময় যেন কাটে না, বড় একা একা লাগে,,,,"।
দূরে কোথায় যেন একটা সুর বাজছে,, অনেক দিন আগে শুনেছিলাম,, তখন আমি ময়মনসিংহে থাকতাম,, আমার বিছানার সাথে জানালা দিয়ে বৃষ্টি দেখা যেত,, রঙ্গন ফুলের গাছটা বৃষ্টি ভিজে খুব সুন্দর দেখাত,, ছোট ছোট পাখিগুলো এদিক সেদিক জল ছুরতো আর আমি কতক্ষন যে দেখতাম মনেই নেই।
আজ সেই ছোট্টবেলার দিন গুলোর কথা খুব মনে পড়ছে। সেই রঙ্গন ফুলের গাছটা এখন আর নেই,, সেখানে নতুন বাড়ি হয়েছে। আজ ও বৃষ্টি দেখা যায়, ছোট্ট পাখিগুলো ও দেখা যায় কিন্ত সেই অনুভূতি গুলো আর পাই না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।