আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলো ব্লগ আসাতে সবচেয়ে উপকৃত হয়েছে সামহোয়ারইনের ব্লগারদের

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

দুইদিন ধরে সামহোয়ারইন এবং প্রথম আলো ব্লগ দুইটিতেই দৌড়াদৌড়ি করতেছি। বিশ্বাস করেন বা নাই করেন অফিস টাইমে দুইটা একটা মেইনটেইন করতে গিয়ে যথেষ্ট হিমশিম খাচ্ছি। আমি এখনও প্রথম আলো ব্লগে কোন মৌলিক লিখা লিখিনি। শুধু মাত্র সামহোয়ারইনে লিখা আগের কিছু কবিতা ঐ জায়গায় পেস্ট মারছি।

আজ পর্যন্ত যা দেখলাম দুই ব্লগে তাতে আমার মনে হয়েছে প্রথম আলো আসাতে সবচেয়ে উপকৃত হয়েছে সামহোয়ারইনের ব্লগাররা। কারন- ১। সামহোয়ারইনের ব্লগারদের অভিজ্ঞতা অনেক বেশী, সে ক্ষেত্রে তারা কোন ঝামেলা পাকানোর আগে প্রথম আলো ব্লগের মডারেশন পদ্ধতি পরখ করে নিবে। সেই ক্ষেত্রে নতুন ব্লগাররা এই বিপদে পরতে পারে। ২।

সামহোয়ারইনের ব্লগাররা আমার মতো করে দুই ব্লগ সামলাতে হিমশিম খেলে আগের লিখা ঐ ব্লগে পোস্ট করে দিতে পারবে। ৩। একটি পোস্ট লিখে সেটা দুইজায়গাতেই পোস্ট করে দিবে। ৪। সামহোয়ারইনের ব্লগাররা ভাই ভাই এই স্লোগানে অনেক সময় অযাচিত আক্রমন থেকে অনেকেই বেঁচে যাবে।

ধরুন সামোর কাউরে ঐ জায়গায় কেউ গালি মারছে, সাথে সাথে সামোর সবাই মিলে ঐ ব্যাটার উপর ঝাপিয়ে পরবে তাতে হয়তো ঐ ব্যাটার ব্লগিং করার ইচ্ছাটাই চিরতরে মিটে যেতে পারে। একটা ছোট বাস্তব অভিজ্ঞতা বলে শেষ করছি- একবার এক ছেলে তার মাকে খুব গালাগালি করতেছিলো। সেই সময় তার মা ছেলে মানুষ হয়নি বলে আহাজারি করতেছিলো। ছেলে রাগের মাথায় তার মাকে ধাক্কাও মারলো। ফলে এক লোক ছেলেটিকে একটি থাপ্পর মেরে মায়ের গায়ে হাত তুলার জন্য বৎসনা করলো।

কিন্তু একি মা তখন ঐ লোককে বলতে লাগলো আমার ছেলে আমাকে মারুক বা কাটুক, তাতে বাপু তোমার কি? তুমি আমার ছেলের গায়ে হাত তুললা কেন? আমরা সামোতে ঝগড়া-ঝাটি, কিলাকিলি যায় করিনা কেন আমার মনে হয় পালোতে কাউরে কিছু কইলে সবাই ঝাপিয়ে পড়বো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।