আমাদের কথা খুঁজে নিন

   

আজ রবিবার

কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে

আজ রবিবার । ছুটির দিন দেরিতে ঘুম থেকে ওঠা । তার পর দেশে মার সাথে কথা বলা। ঘর পরিস্কার করা। কিন্তু এটা কি কোন ছুটির দিন কাটানো হলো । কেন আমার এই প্রবাস জীবন, কেন এই একা বেচে থাকা । কেউ কি আমা্য় জানাবে কবে আমার এই জীবনের সমাপ্তি হবে । কবে পাব আমি ছুটির আনন্দ পাবার একটি দিন। (হায় রাজন , ছুটি কি তাইতো তুমি জাননো না।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।