আমাদের কথা খুঁজে নিন

   

= গোলপাতার প্রহরী

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

এ উপত্যকার নাম বাংলাদেশ; আটষট্টি হাজার বর্গমাইলের পাতায় পাতায় শঙ্খচিলের সুচারু নজর লেগে আছে। ঘুমোবে কোথায় তুমি? কোথা হতে প্রশান্তি ঘিরে নেবে তোমায়? পাতার চাউনির উপরেই বাজখাই থাবা, ধারালো চঞ্ছু এবং অব্যর্থ আক্রমণ। উপদেশ নিয়ে ওকিল সেজে আসে শিয়াল পন্ডিত সীমান্ত পাউরুটির ভাগাভাগিতে তাকে দেখিনি বিবেচক। আমাদের কচুপাতার ফাঁকে গড়িয়ে পড়ে পানি; পড়ুক আমরা ডুবে ডুবে কলাপাতার ভেলায় বেঁচে থাকবো আমরা ভাতের অভাবে আলু খাবো আলুর নিঃশেষে বাংলার মাটি খাবো ভূমির উচ্চতা কমিয়ে দেব ক্ষুধা নিবারণে; তবু এ মুক্ত আদ্র বাতাসে বুক ভরাতে চাই মেঘছাপা সুনীল আকাশে আমাদের দোয়েলের নির্ভয় উড্ডয়ন নিশ্চিত করতে চাই। পশ্চিম কি পূর্ব কি প্রতিবেশী; সকল উৎপীড়ন নিপীড়ন কিংবা চাপিয়ে দেয়া ফারাক্কা অথবা পরামর্শের নামে টুকরো টুকরো মাংস ছিঁড়ে খাওয়া; এ উপত্যকায় আমাদের বসবাস চিল-শকুনের থাবার সুরক্ষায় অতন্দ্র প্রহরী গোলপাতার ফাঁকে ফাঁকে প্রতিটি রয়েল বেঙ্গল টাইগার! ২৬ অক্টোবর ২০০৮ মদীনা মুনাওয়ারা, সউদী আরব। ছবি কৃতজ্ঞতা: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।