প্রথম আলো ব্লগে রেজিস্ট্রেশন করতে গেলে ইনভাইটেশন কোড লাগে। সেটা অনেকেই পেয়েছেন দেখলাম। আবার কেউ কেউ পাননি। বাংলাদেশে এটাই স্বাভাবিক, কেউ পাবে, কেউ পাবে না। আমি চিরকাল সর্বহারাদের দলে, আমিও পাইনি।
তবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে- একথা স্পষ্ট লেখা আছে যে, ধর্মমত নির্বিশেষে সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। আবার আলো ব্লগের নীতিমালায় এটি পরিষ্কার বাংলা হরফে লেখা আছে, দেশের প্রচলিত আইনকানুন মেনে চলতে হবে। দেখা যাচ্ছে ব্লগের নীতি নির্ধারকগণ নিজেরাই প্রচলিত আইন ভঙ্গ করে কাউকে কোড নাম্বার দিচ্ছেন, কাউকে দিচ্ছেন না। এজন্য আমি তাদের দোষ দেই না, জিলাপি শর্ট পড়লে মিলাদের সবাই তবারক পায়না- এটাই স্বাভাবিক বলে ধরে নিয়েছিলাম।
কিন্তু
কিন্ত
কিন্ত
এমতাবস্থায়, কিছুক্ষণ আগে একটি পোস্ট নজরে আসল।
জনৈক ডারউইনের শিষ্য একটি কোড নাম্বার পোস্ট করেছেন, বলেছেন ওটিই হচ্ছে ইনভাইটেশন কোড, সকলের একই কোড।
প্রথমে ভাবলাম, ফাইজলামি। কিন্তু একটু তলিয়ে মনে হল , এটা ফাজলামো নাও হতে পারে। ভিঞ্চি কোডের মতো দুই দুইয়ে বাইশ মিলালাম।
বিবর্তনবাদীর মতে , সকলের কমন কোড হচ্ছে ১১২১২১
আমার মতে কোডটি বিশুদ্ধ।
এর মধ্যে গভীর তাৎপর্য রয়েছে।
সংখ্যাতত্ত্বের হিসাবে এটি সর্ম্পূর্ণ নির্ভুল।
ব্লগের নাম প্রথম আলো, প্রথম মানে ১ (এক), দিলাম = ১
এর পরের ১ টি কীসের জন্য । এর পরের একটি হল প্রথম আলো ব্লগ যাই বলে, তাতেই একমত বা ১ মত হতে হবে। এজন্য =১
ব্লগের ইনচার্জের নাম মাহবুব মোর্শেদ।
তার নামটি দুই শব্দের। শুধু তাই নয়, মতিউর রহমান, আনিসুল হক ( আমার প্রিয় লেখক) , পল্লব মোহাইমেন- এই নামগুলিও দুই (২) শব্দের । এজন্য = ২
ডিজিটগুলো দাঁড়ালো ১১২...তারপর ....
জাতির জন্য এক এগারো তারিখটি খুবই গুরুত্বপূর্ণ। সেই তারিখকে স্মরণীয় করে রাখতে এর পরের ডিজিটি হল = ১
২ সংখ্যাটি মানব জীবনের জন্য বেশ তাৎপর্যপূর্ণ । মানুষের অনেক কিছুই আছে দুটি করে, যেমন চোখ, কান, হাত, পা, কিডনি - ইত্যাদি ।
( আরও কয়েকটা জিনিস আছে দুইট করে - সেগুলো সবাই জানে ) । যাই হোক, এজন্য পরের ডিজিট হল = ২
প্রথম আলো ব্লগের যে নীতিমালাটি তৈরী করা হয়েছে- ওটি ধৈর্য্য ধরে পড়তে পুরো এক ঘন্টা সময় লাগে আর বুঝতে লাগবে পুরো এক বছর। ( আমি পরীক্ষা করে দেখেছি, আপনিও দেখতে পারেন) । এজন্য শেষের ডিজিটটি হল = ১
সব মিলিয়ে ১১২১২১।
সংখ্যা তত্ত্বের এই হিসাব মিলিয়ে আমি রেজি করতে গিয়ে কোড নাম্বার দেয়ার পর - কী আশ্চর্য বলা হল সাকসেসফুল, আপনাকে মেইল করা হচ্ছে।
আমি মেইলের জন্য গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। দেখা যাক, কী হয়!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।