আমাদের কথা খুঁজে নিন

   

ফটো ব্লগ : রাজকন্যার ৪টা অন্যরকম ছবি

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

কাল মেঘলা বিকালে রাজকন্যাকে কোলে নিয়ে বসে আসি। রাস্তায় এক বন্ধ দোকানের সিড়ি। আমার বাঁ পায়ের উপর সে। ডান হাতে মোবাইলে ক্লিক। কেন জানি মনে হইলো আমি অসাধারণ একটা ছবি পাইছি। সেইটা সাদা কালোতে শেয়ার করলাম। বাকি তিনটায় নানা ইফেক্ট যোগ করা হইছে। দেখেন ক্যামন লাগলো। সংযুক্তি : এইবার পার্শিয়াল কালার দিয়া দেখলাম ক্যামন লাগে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।