আমাদের কথা খুঁজে নিন

   

শোক বার্তা



আজ ২৫শে শাওয়াল। ১২ ইমামী শিয়াদের ৬ষ্ঠ ইমাম হযরত জাফর সাদিক (আ.) এর শাহাদত দিবস উপলক্ষে জানায় সকল শিয়া মুসলমানকে শোক ও সমবেদনা। ইমাম জাফর সাদিক (আ.) এর বংশ পরিচয়: জাফর ইবনে বাকের ইবনে জয়নুল আবেদীন ইবনে ইমাম হুসাঈন ইবনে আলী ইবনে আবী তালেব (আ.)। শাহাদত: তিনি সুন্নি খলিফা মনসুরের যুগে ইমামতের দায়িত্ব পালন করেন। যেহেতু নবী বংশের সাথে খলিফার বনিবনা ছিল না তাই খলিফা গুপ্তচরের মাধ্যমে তাঁকে বিষ প্রয়োগে হত্যা করেন।

কর্ম পন্থা: তিনি তাঁর যুগে শ্রেষ্ঠ মনিষী ছিলেন। তিনি সর্বদা মানুষকে আল্লাহর পথে আহবান জানাতেন। তাঁর সাগরেদ বা ছাত্রের সংখ্যা ছিল প্রায় ৪০০০ (চার হাজার)। যাদের মধ্যে আবু হানিফা যিনি হানাফী মাজহাবের প্রবক্তা, জাবের ইবনে হাইয়ান যিনি রসায়নবিদ বা রসায়নের জনক ও বীজ গণিতের জনক নামে খ্যাত ও আরো অনেকে উল্লেখযোগ্য। তাঁর মাধ্যমেই শিয়া জাফরী ফিকাহ্‌ প্রসিদ্ধি ও বিস্তার লাভ করে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।