আমাদের কথা খুঁজে নিন

   

এক পায়ে নূপুর

skype :: hasib.zaman

এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি এক পাশে সাগর এক পাশে বালি আমার ছোট তরী বলো যাবে কি? আমার ছোট তরী বলো যাবে কি? বলবো না আকাশের চাঁদ এনে দেবো বলবো না তুমি রাজকন্যা শুধু জিজ্ঞেস করি দেবে কি পারি হোক যত ঝড় বন্যা এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি এক পাশে সাগর এক পাশে বালি আমার ছোট তরী বলো যাবে কি? আমার ছোট তরী বলো যাবে কি? নয় মিছে আশা নয় শুধু ভালবাসা নই অকারন প্রেমে অন্ধ জানি তুমি আমি আমাদের তরী আজব এক বন্ধুততো আমার ছোট তরী বলো যাবে কি? আমার ছোট তরী বলোওওও চাঁদের আলো আজ যদি ভাল লাগে কাল হয়ে যায় ঝাপসা আমার এ তরী যদি চলে যায় ফিরে আর আসবে না যত ভালবাস তারেএএ দূরে রয়ে যাবে তা কি তুমি জানো না? এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি এক পাশে সাগর এক পাশে বালি আমার ছোট তরী বলো যাবে কি? আমার ছোট তরী বলো যাবে কি? আমার ছোট তরী বলো যাবে কি? আমার ছোট তরী বলো যাবে কি? আমার ছোট তরী বলো যাবে কি? আমার ছোট তরী বলো যাবে কি? ---তপু--- আমার অসম্ভব প্রিয় এই গান টা যদি এই রোমান্টিক বৃষ্টি স্নাত দিনে শুনতে মন চায় আবার এইখানে আনিলা আপুর অসাধারন গায়কীতে এই নূপুর আবার শুনুন নূপুর ২ গান টি আজকের এই দারুন রোমান্টিকতায় আবার শুনে কেমন লাগলো প্লিজ শেয়ার করুন আর এক পায়ে নূপুর পরার অভ্যাস যদি কারো থাকে ফীলিজ একটু আওয়াজ ;

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।