"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার
রাজীবের ইচ্ছা করছে হাসানকে ২/৪ টা কথা শোনায় কিন্তু সেটা খুব খারাপ দেখা যাবে, সবাই কি ভাববে!! চক্ষুলজ্জার ভয়ে তাকে সবসময়ই মুখবুজে হেসে সহ্য করতে হয় অনবরত হাসানের ঠেস দেয়া কথা...কারো রেফারেন্সে আমি জবটা পাই নি...পরীক্ষা দিয়ে পেয়েছি। ভাই আপনাকে কিছু বলছি না....আমি জেনারেল ভাবে বলছি। সেদিন হাসানকে বলতে শুনলো রাজীব তার এক পরিচিতকে তাকে (রাজীবকে) দেখিয়ে বলছে, কাজকাম পারে না অথচ রেফারেন্সে এসে ভাল একটা পোস্টিং পেয়ে গেছে। একটু দূরে দাড়িয়ে রাজীবের মনে হচ্ছিল সে মাটির মধ্যে ঢুকে যায়।
হাসানকেও দোষ দেয়া যায় না ঠিক।
যোগ্যতা থাকা সত্ত্বেও গত ৩বছর তাকে ক্যাশ থেকে অন্য কোথাও কাজ দেয়া হয় নি। সে তার ক্ষোভ থেকেই বলে কিন্তু রাজীবেরই বা কি করার আছে!! আগে সে অনেক জায়গাতেই এ্যাপ্লাই করেছে কিন্তু কোন জব পায় নি কিংবা যা পেয়েছে তা দিয়ে ঠিকমত ৩বেলা খাওয়া পরা যায় না। স্টুডেন্ট লাইফে তার এক বন্ধু বলেছিল তোর যদি লিংক থাকে তবে তা কেন ইউজ করবি না!! সেদিন কথাটা শুনে রাজীব বেশ বিরক্ত হয়েছিল এবং বেশ তর্কও করেছিল। আজ তার মনে হয় তার বন্ধু ই ঠিক....হাতে গোনা ২/৪জন বাদে সে সবাইকেই দেখেছে লিংক দিয়ে জব পেয়েছে। ৪ বছর অপেক্ষা করার পর সেও তার লিংক দিয়ে কোনমতে বেঁচে থাকার মত একটা জব পেয়েছে।
নিজের কাছেই নিজেকে ছোট মনে হয় রাজীবের সাথে হাসানের মরিচের ছিটা তো আছেই। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে রাজীব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।