আমাদের কথা খুঁজে নিন

   

আমার নাম অসুখ


আমার নাম অসুখ যে গ্রাম থেকে আমি এসেছি সেখানের বুড়ো চাষারা তাকে আদর করে ডাকে বেহেস্তের খামার নামে। সূর্যের অসময়ের ছেলে আমার বাবা মাকে সে ডাকতো পরাণ পাখি নামে, যেখানে তারা আমাকে পাঠিয়েছে সেখানের সুন্দরীরা তাকে আদর করে ডাকে "হাইই হ্যাণ্ডসাম দো্যখের বাগান'। সব ভালবাসার গল্প যদি আমাকে ছুড়ে ফেলে দেয় তবে কি কোন নির্জন গুহা আমাকে ডেকে নেবে না? পরিত্যাক্ত আমরা দুজন দুজনের ভেতর খুজে নেব আশ্রয় যেখান থেকে পৃথিবী্র দিকে ছড়াবে না আমাদের ছোয়াচে রোগ শোক । যেখানে আমি এসেছি সেখানে দেখি পুড়ছে হাজার হাজার বেহালা তাদের কাছে জানতে চাইলাম কই, কোথায় তোমাদের গান? আগুন বললো "দ্যাখো আমি পুড়ছি- এটাই আমার গান"। আমাকে খুজে বের করতে হবে সেই মরা তেজী ঘোড়া যার লেজের পশম দিয়ে বানাব বেহালার ছরা বেহেস্তের খামারের শিশুদের আমি যে কথা দিয়েছি গান শোনাবো। তাই সেই মরা তেজী ঘোড়া খুজতে বেরলাম পথে কিছুদুর গিয়ে দেখি এক ঈশ্বর কেনাবেচার হাট নানা ধরনের, নানা আকার আর নানা রঙের ঈশ্বর !!!! কোনোটার দাম আমার হৃদয় এর সমান কোনোটা কিনতে হলে বেচে দিতে হবে মগজ কোনোটা পেতে হলে দিয়ে দিতে হবে চোখ আর সবচেয়ে সুন্দর ঈশ্বর কিনতে হলে বেচে দিতে হবে আমার নিজেকেই; আমার নাম অসুখ যে এক বিষ বিক্ক্রেতার ছেলে পালালাম তাই বিশ্বাষী আর অবিশ্বাষীদের হাট থেকে আশা ছেড়ে দিলাম সেই বেহেস্তের খামারের শিশুদের গান শোনানোর। আজগুবি এক মৃত্যুর বৃষ্টিতে সব ধুলো যদি হয়ে যায় কাদা নতুন জন্মের রোদ এসে জড়িয়ে ধরতে পারে তাকে তখন সেই কাদা আবার ধুলো হয়ে উড়বে হয়তো দোযোখের কমলা রঙের আকাশে কিন্তু এসব থেকে দুরের অশরীরি দিগন্তে ডুবেছে আমার অসুস্থ সূর্য।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।