একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।
প্রিয় রাজামশাই,
সালাম নিবেন। আশা নয় দৃঢ় বিশ্বাস ভালো আছেন। আপনার বৃক্ষের/উদ্ভিদের/ফুল/ফল সাথে আমাদেরকে পরিচয় ঘটিয়ে দেওয়ার মহুতি উদ্যেগকে স্বাগত জানাচ্ছি।
আমারও মানুষের মুখে মুখে শোনা দুইটি উদ্ভিদের সাথে পরিচত হওয়ার খুব ইচ্ছে জেগেছে।
উদ্ভিদগুলো হলো-
জামাল গোটাঃ এইটা নাকি এমন একটা বীজ/ফল যা খেলে মানুষের সাথে টয়লেটের একটা ইন্টারকানেকশন সৃষ্টি হয়।
বিলায় খামছি/বানর শোলা/বানর ফোলাঃ এইটা নাকি কারো গাঁয়ে লাগলে এমন চুলকানি এবং হাসি শুরু হয় যে পাগলা বাবার মলম ছাড়া এই চুলকানি থামেনা।
আমি অনেক চিন্তা করে দেখেছি এই দুই জিনিস আমরা ভালো কাজে ব্যাবহার করতে পারি। এই যেমন যাদের সিগারেট ছাড়া সকালে বাথরুম হয়না তাদেরকে আমরা স্বল্প পরিসরে জামাল গোটা খাওয়াতে পারি ।
আবার আমরা দেখেছি অনেক সময় মিছিলে-মিটিং এ এবং আরো বিবিধ কাজে লাফিং গ্যাসের ব্যাবহার দেখেছি সেখানে আমরা ইচ্ছে করলেই সেখানে বিলায় খামছি ব্যবহার করতে পারি।
আপনার যদি দয়া করে এই নিরীহ প্রজার দিকে মুখ তুলে তাকাতেন তাহলে আমি সারাজীবন আপনার খেদমতে বাদিত থাকিব।
ইতি,
আপনার রাজ্যের হীন দরিদ্র এক প্রজা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।