আমাদের কথা খুঁজে নিন

   

ওরে ওরে মজা পাই!!!........সূর্যগ্রহণ হয় তব আমারো ডেস্কটপে

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
কয়েকদিন আগে Stellarium নামক ফ্রি ও ওপেনসোর্স একটি সফটওয়্যার আমি ডাউনলোড করে ইন্সটল করেছি। সফটওয়্যারটি মূলত একটি ভার্চুয়াল প্ল্যানেটেরিয়াম সফটওয়্যার যা দিয়ে আপনি আজকে এই মুহূর্তে আপনার শহরের আকাশ বা মেঘমুক্ত অবস্থায় কেমন দেখা যাওয়ার কথা তা দেখতে পারবেন। আমি জানি নিজ চোখে খোলা আকাশ দেখার আনন্দ আর কিছুতে নেই। তবে এই সফটওয়্যার দিয়ে নিজ ডেস্কটপে আকাশ দেখার রোমাঞ্চটাও মন্দ নয়। সফটওয়্যারটির অনেকগুলো ফিচারের মধ্যে রয়েছে: ১. প্রায় ৬,০০,০০০ তারার নাম ও বর্ননা।

২. বাংলাদেশের অনেকগুলো শহরসহ পৃথিবীর প্রায় প্রতিটি উল্লেখযোগ্য শহর তালিকাভুক্ত রয়েছে। ডেট, টাইম ও লোকেশন খুব সহজেই পরিবর্তন করে চলে যেতে পাবেন পৃথিবীর অন্য কোন শহরে, অন্য কোন সময়ে - তা হোক না কেন আজ থেকে ১০ দিন আগে মেলবোর্নে বা আজ থেকে ৮ বছর পরে রংপুরে। ৩. আছে Play, Pause, Rewind, Forward বাটন যা দিয়ে আপনি আপনার আকাশে ঘটে যাওয়া ঘটনাগুলোকে Rewind বা Forward করে দেখতে পারবেন। ৪. সূর্যগ্রহন, সূর্যাস্ত, সূর্যগ্রহন, চন্দ্রগ্রহন প্রভৃতি ঘটনাগুলো অত্যন্ত বাস্তবিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ৫. আছে পারিপার্শ্বিক পরিবেশ বেছে নেয়ার সুযোগ।

যেমন: দিগন্ত বিস্তৃত মাঠ বা কোন সাগরের তীর। ৬. তারকামন্ডলগুলোকে আলাদা আলাদা করে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। ৭. গ্রহগুলোর প্রতিটিই আছে উপগ্রহসহ (জুম করলে বোঝা যাবে)। সেই সঙ্গে গ্রহগুলোর কক্ষপথ আলাদা করে দেখার সুযোগ আছে। ৮. আকাশকে আরো বাস্তবিক ও প্রাণবন্ত করে তুলতে কাল্পনিক উল্কা যোগ করার সুযোগ আছে (ঐচ্ছিক), প্রতি ঘন্টায় কতটি উল্কা দেখদে চান উল্লেখ করে দিতে পারেন তাও।

৯. দিনের বেলার আকাশে সূর্যের আলোর উজ্জ্বলতার দরুন দিনের আকাশের তারাগুলো আমরা দেখতে পাইনা। এই সফটওয়্যার দিয়ে আপনি দিনের আকাশকে অন্ধকার করে সেই তারাগুলো দেখার মজা উপভোগ করতে পারবেন। ১০. দৃষ্টিসীমা থেকে ভূমিকে অদৃশ্য করে পৃথিবীর উত্তর গোলার্ধে থেকেও দেখে নিতে পারেন দক্ষিণ গোলার্ধের তারাগুলো। এছাড়াও আরো অনেক অনেক সুবিধা ইছে যা আমি বলে শেষ করতে পারবো না। আগামী বছরের (২০০৯) ২২শে জুলাইয়ে একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহন সংঘটিত হবার কথা।

এই সূর্যগ্রহন বাংলাদেশের সর্বত্র থেকে দেখা যাওয়ার কথা রয়েছে। তবে পূর্ণ সূর্যগ্রহণ বাংলাদেশের সর্ব উত্তরের জেলাগুলো (যেমন: নীলফামারী, পঞ্চগড় প্রভৃতি) থেকে দেখা যাবে। তথ্যসূত্র: View this link ঐ সূর্যগ্রহণের ছায়ার অতিক্রমণীয় পথ (নাসার ওয়েবসাইট থেকে প্রাপ্ত) একটু আগে আমার মাথায় বুদ্ধি আসে - সূর্যগ্রহণটা Stellarium এ দেখলে কেমন হয়! যেই ভাবা সেই কাজ। দেখে যা বুঝলাম খুব সকালেই সূর্যগ্রহণ শুরু হয়ে যাবে। নিচে দিয়ে দিলাম এই ভার্চুয়াল সূর্যগ্রহণ ও সফটওয়্যারের অন্য কিছু স্ক্রিনশট: ২২শে জুলাই, ২০০৯, রংপুর, সকাল ৬.১৫ (গ্রহণ লাগলো মাত্র) ২২শে জুলাই, ২০০৯, রংপুর, সকাল ৭.০০ (পূর্ণগ্রাস অবস্থা) গত ঈদের চাঁদ (৩০ রোজার সন্ধ্যায়) ২৯ রোজার চাঁদ (খুব ক্ষীণ, ক্ষণস্থায়ী ও ভূমির খুব কাছে উদিত হওয়ায় দেখা যায়নি) আজ রাতের ঢাকার আকাশ (২২শে অক্টোবর, রাত ১১.৫৭) আজ রাতের ঢাকার আকাশ (২২শে অক্টোবর, রাত ১১.৫৮) সফটওয়্যারটির কি-বোর্ড শর্টকাট সমূহের তালিকা: বড় ও স্পষ্ট করে দেখতে এবং সেইভ করতে: View this link যদি আকাশপ্রেমী নাও হন তবুও বলছি, একবার ব্যবহার করে দেখুন।

আশা করি আকাশের প্রেমে পড়বেন খানিকটা হলেও। আর আমি ভাবতেসি চাঁদ দেখা কমিটিতে বায়োডাটাটা পাঠায় দেই। কারন মামুর জোড় হয়তো নাই, কিন্তু আমার আছে Stellarium......... সফটওয়্যারটি ডাউনলোড করার লিংক: View this link একটি নাফিস ইফতেখার পরিবেশনা ২০০৮
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।