আমাদের কথা খুঁজে নিন

   

শেষ দৃশ্য

পথে নেমেছি; পথই আমায় পথ দেখাবে।

ঘনলাল ওড়নায় ঘোমটা টেনে মন্থর গতিতে ডুবে যায় বেলা সারাদিনের খেলা ফেলে ক্লান্ত সময় পরিধান করে বিষণ্ন পোশাক। যোগ-বিয়োগের দোটানা হিসেবে নেপথ্যে বেজে ওঠে বিদায়ের বাঁশি পেছনে পড়ে থাকে দ্বৈত ভূমিকা, বিচিত্র অভিনয়, বিচিত্র সংলাপ। সাড়েতিনহাত সীমানা জুড়ে শুভ্রপোশাকে নির্বাক দৃশ্য আলোর ঝালর ক্ষীণ হয়ে আসে কালো পর্দায় ঢাকা পড়ে মঞ্চ। জীবন-নাটকের শেষ দৃশ্য- অনির্দিষ্ট সময়ের যবনিকাপাত, দর্শক ফিরে চলে আপন ঠিকানায় এখানেই পৃথিবীর নীরব ভূমিকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।