আমাদের কথা খুঁজে নিন

   

এই বোধটি নির্দিষ্ট সময়ের জন্য সংরক্ষিত

/

ব্যালকনির চিলতে দিয়ে এক টুকরো ছোট্ট লাল আকাশ কুমারী কনের গালে ব্লাশারের সামান্য পাফ সে আলো, সে রঙ অথবা অসামান্যা কনে অথবা সবকিছু মিলেমিশে মুগ্ধতা বিস্ময়সূচিত প্রশ্নবোধকে রূপান্তরিত হয়ে যায়। একটা দুঃখবোধ আসলে ঠিক ঠিক দুঃখবোধও নয় একটা সুখ অথবা সেটা ঠিক ঠিক সুখবোধও নয় বিষন্নতা থেকে উত্তোরণের পর সম্ভাব্য আশাবাদীতার রঙ এ আলো যেন সব চলে গিয়ে ফের ফিরে ফিরে আসা। ব্যপ্ত হয়ে থাকা আবহমান কালের অন্ধকার তবু এই আধো আলো আধো ছায়া যেন কুমারী যেই হতাশায় ডুবে যাবে এই সন্ধ্যার অবোধ্য আলোতে কনে দেখা আলো তখন এক জীবন দূরত্ব হতে স্বপ্নের রাজকুমার এনে দেবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।